রবিবার কাকদ্বীপে বিনামূল্যে চশমা বিতরণ ও বস্ত্র বিতরণ করা হয়
 
কাকদ্বীপ গৌড়ীয় সেবাশ্রম এর ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান করা হয়েছে বলে জানান গৌড়ীয় আশ্রমের সভাপতি ব্রজ বিনোদ দাস অধিকারী, ওরফে বীরেশচন্দ্র মন্ডল। এ বিষয়ে তিনি বলেন কাকদ্বীপ গৌড়ীয় সেবাশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ ভক্তি বিজয় মঙ্গল মহারাজ মানুষের কল্যাণের জন্য সমাজের সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় রাধা গোবিন্দের তথা নৃসিংহ দেবের সেবা করেছেন এবং ধর্মপ্রচারও করেছেন। আর্ত, দুস্থ মানুষজন, ছাত্র-ছাত্রীদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করেছেন। তার আবির্ভাব তিথি ছিল একুশে ভাদ্র শনিবার।


 সে কারণে নগর পরিক্রমা করা হয়েছে, কীর্তন ও নাম গান করা হয়েছে। এছাড়া রবিবার দুস্থ মানুষদের মধ্যে বিনামূল্যে 315 জনকে চশমা প্রদান করা হয়েছে এবং পাঁচ শতাধিক দুস্থ মহিলাদের হাতে বস্ত তুলে দেয়া হয়েছে । তার অসম্পূর্ণ কাজ কে সম্পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে এবং ধারাবাহিকতা বজায় রাখা চেষ্টা করা হয়েছে বলে জানান কাকদ্বীপ গৌড়ীয় সেবাশ্রম এর সভাপতি ব্রজ বিনোদ দাস অধিকারী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা, প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বনাথ ঘড়ুই, পঞ্চায়েত সদস্য দীপক দাস, কলকাতা বস্ত্র ব্যবসায়ী সেবা দলের সহ-সভাপতি শান্তিরাম বর্মার, সহ কোষাধ্যক্ষ রাকেশ শর্মা, গৌড়ীয় সেবাশ্রমের সহ-সভাপতি লক্ষীকান্ত পড়ুয়া, সহ-সম্পাদক মনোরঞ্জন জানা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours