কাকদ্বীপ হাসপাতালে দালাল ঘুরে বেড়ানোর অভিযোগ, পদক্ষেপের আশ্বাস সুপারের


 কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে দালাল। হাসপাতালের ভেতরেই মেডিক্যাল সরঞ্জাম বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। এমনকি নির্দিষ্ট দোকানের নাম বলে হাসপাতাল থেকে রোগীদের সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অন্য দোকান থেকে মেডিক্যাল সরঞ্জাম কিনলেই সেটি খারাপ বলে রোগীদের হয়রানি করা হচ্ছে। এক্ষেত্রে ডাক্তারবাবুর নাম উল্লেখ করেই দালালরা এই কাজ করছে বলে অভিযোগ। গত কয়েকদিন আগে কাকদ্বীপ হাসপাতালে এই দালাল চক্রের বিষয়টি উল্লেখ করে সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, গগন জ্যোতি মাইতি নামে এক ব্যক্তি মেডিক্যাল সরঞ্জাম কেনা নিয়ে এক ব্যক্তিকে হাসপাতালের ভেতরেই হাতেনাতে ধরেন। 
             

     এ বিষয়ে সামাজিক মাধ্যমে ওই ভিডিও পোস্ট করা ব্যক্তি ফিজিওথেরাপিস্ট গগন জ্যোতি মাইতি বলেন, "হাসপাতালের চিকিৎসক রোগীকে ফিজিওথেরাপির কোনও মেডিক্যাল সরঞ্জাম প্রেসক্রিপশনে লিখলে, তা খারাপ বলে বাতিল করা হচ্ছে। এক্ষেত্রে ডাক্তারবাবুর নাম করেই রোগীকে বলা হয়, মেডিক্যাল সরঞ্জামটি ভালো নয়, ডাক্তারবাবু বদলে নিতে বলেছেন। এমনকি সরঞ্জামটি কেনার জন্য নির্দিষ্ট দোকানের নাম বলে দেওয়া হয়। হাসপাতালের ভেতরে থাকা দালালেরা এই কাজ করছে। দীর্ঘদিন ধরেই হাসপাতালের ভেতরে এই দালাল চক্র চলছে।" হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনেরাও এই বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন। কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের আসেপাশে থাকা পলি ক্লিনিক গুলির বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন রোগীর পরিজনরা।




ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours