কলকাতা গ্যালারি গোল্ডে ছোটদের জন্য "জুনিয়র আর্ট এক্সিবিশন" অনুষ্ঠিত হলো
আর্ট উইন্ড ইন্টারন্যাশনাল আর্টিস্ট গ্রুপ - এর তত্ত্বাবধানে এবং আর্ট উইন্ড জুনিয়ারের এর আয়োজনে ৬, ৭ এবং ৮ই সেপ্টেম্বর, ২০২৪ এই তিন দিন কলকাতা গ্যালারি গোল্ডে প্রথমবার ছোটদের জন্য "জুনিয়র আর্ট এক্সিবিশন" অনুষ্ঠিত হলো।
সমগ্র পশ্চিমবঙ্গ থেকে প্রায় ৮০ জন খুদে চিত্রশিল্পী তাদের শিল্পকর্মের মাধ্যমে গ্যালারির দেওয়ালগুলি রাঙিয়ে তোলে। উপস্তিত ছিলেন কলকাতা সহ শহরতলীর কয়েকজন গুণী চিত্রশিল্পী।
চিত্রকলার পাশাপাশি আলোচনায় উঠে আসে সদ্য কলকাতার বুকে ঘটে যাওয়া নৃশংস, বর্বরোচিত আরজি কর কাণ্ড। এখানে খুদে চিত্রশিল্পী, অভিভাবক, আমন্ত্রিত শিল্পী প্রত্যেকের গলাতেই ছিল একই স্বর "জাস্টিস ফর আর জি কর"! আর্ট উইন্ডের ফাউন্ডার মেম্বার শিল্পী অভিজিৎ মল্লিক প্রদীপ্ত বিশ্বাস এবং অভিজিৎ সরকার বলেন আমরা একটা বছর অপেক্ষা করে থাকব খুদে শিল্পীদের এই প্রদর্শনীর জন্য! কিন্তু আরজিকর কাণ্ডের বিচারের জন্য এক বছর সময় অপেক্ষা করতে পারব না।
আমন্ত্রিত প্রত্যেক শিল্পীকে উত্তরীয় স্মারক প্রদানের মধ্য দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হয়। খুদে চিত্রশিল্পীদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র এবং পদক। "জুনিয়র আর্ট এক্সিবিশন" এর এই খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র।
Post A Comment:
0 comments so far,add yours