আবারও মিড-‌ডে মিল খেয়ে অসুস্থ একাধিক পড়ুয়া


মিড-‌ডে মিলে পড়েছিল মরা টিকটিকি। খাওয়ার সময় এক পড়ুয়ার থালাতে তা লক্ষ্য করা যায়। এই ঘটনার পর পরেই অসুস্থ হয়ে পড়ল অসংখ্য পড়ুয়া। পেটে ব্যাথা, বমির উপসর্গ নিয়ে চার পড়ুয়াকে ভর্তি করা হয়েছে ব্লক হাসপাতালে। বাকিদের শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য রাতেই স্থানীয় হাসপাতালে মেডিক্যাল টিম পৌঁছায়। গতকাল বিকেল থেকে এই ঘটনাকে ঘিরে রীতিমত আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার জেলার নামখানা ব্লকের মৌসুনিতে। আতঙ্ক দূর করতে রাতেই এলাকায় মাইকিং করা হয়। মিড-‌ডে মিল খাওয়া পড়ুয়াদের স্থানীয় হাসপাতালে নিয়ে আসার জন্য পরামর্শ দেওয়া হয়। ব্লক প্রশাসন, পুলিশ ও ব্লক মেডিক্যাল অফিসার পুরো ঘটনার ওপর সর্বদা নজর রাখছেন।
ঘটনার সূত্রপাত গতকাল দুপুরে। স্থানীয় মৌসুনি কোঅপারেটিভ হাইস্কুলে মিড-‌ডে মিল খাওয়ানো হচ্ছিল। সেইসময় এক পড়ুয়ার থালায় খাবারের সঙ্গে মরা টিকটিকি দেখতে পাওয়া যায়। ওই পড়ুয়া ভারপ্রাপ্ত শিক্ষককে বিষয়টি জানায়। স্কুল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ মিড-‌ডে মিল খাওয়া বন্ধ করে দেয়। কিন্তু ততক্ষণে প্রায় ৫০ জন পড়ুয়া মিড-‌ডে মিল খেয়ে নিয়েছে। টিকটিকির কথা চাউর হতেই পড়ুয়াদের মধ্যে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। পেটে ব্যাথা ও বমির উপসর্গ দেখা দেয় অনেকের। স্থানীয় এক চিকিৎসককে ডাকা হয়। কিন্তু অসুস্থতার সংখ্যা বাড়তে থাকে। ৪ জনকে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করতে হয়। বাকিদের জন্য মেডিক্যাল টিম পাঠানো হয়। মিড-ডে মিলে মরা টিকটিকি পড়ার কথা স্বীকার করে নেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।



ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours