শুক্রবার সকাল থেকে শুধুমাত্র সন্দীপ ঘোষের বাড়ি নয়, একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। একাধিক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যেই আটক করা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্য়ায়কে।


স্বপন-কুণাল-গৌতম, সন্দীপ-কাণ্ডে এই তিনমূর্তি কারা
সন্দীপ ঘনিষ্ঠ তিনজন ইডি-র নজরে

এক চিকিৎসকে মৃত্যু-রহস্যের কিনারা করতে গিয়ে কেন্দ্রীয় সংস্থার হাতে উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য প্রমাণ। আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে একের পর এক সূত্র পেয়েছে তদন্তকারী সংস্থা। প্রভাব-প্রতিপত্তি তো ছিলই, সেই সঙ্গে বড় দুর্নীতির হদিশ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। এবার সেই দুর্নীতে নাম জড়াল তিন ব্যবসায়ীর।

বিধাননগরের স্বপন সাহা, হুগলির কুণাল রায় এবং গৌতম সেনের নাম জড়িয়েছে দুর্নীতি মামলায়। ইডি সূত্রের খবর, এই তিনজনই একটির বেশি সংস্থার ডিরেক্টর বলে পরিচিত। ‘ওরিয়েন্ট এক্সপোর্ট’ নামে একটি সংস্থায় তিনজনই ডিরেক্টর হিসেবে রয়েছেন। এছাড়াও এই তিনজনের আলাদা আলাদা সংস্থা রয়েছে বলেও জানা যাচ্ছে।

এই সংস্থার সঙ্গে সন্দীপ ঘোষের দুর্নীএতির কী সম্পর্ক? সূত্রের খবর, এই সংস্থাগুলোর মাধ্যমে মেডিক্যাল ওয়েস্ট কেনাবেচা হয়েছে এবং বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ। সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন আরজি কর মেডিক্যাল কলেজে মেডিক্যাল ওয়েস্ট বা বর্জ্য পদার্থ পাচার করা হত বলে অভিযোগ। সেই সূত্রেই এই তিনজনের হদিশ পেয়েছে ইডি।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours