বৃষ্টিতে হাঁটু সমান জলে ডুবে রয়েছে কাকদ্বীপের ইলেকট্রিক অফিস
 

বর্ষা নামতেই হাঁটু সমান জলে ডুবেছে কাকদ্বীপের ইলেকট্রিক অফিস। দীর্ঘ প্রায় এক মাসেরও বেশি সময় ধরে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসীরা। বিদ্যুতের বিল জমা দিতে গেলেই জমে থাকা জলে জামা ও কাপড় ভিজছে গ্রাহকদের। নোংরা জল ঘেঁটে গ্রাহকদের অফিসের ভেতরে ঢুকতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের কোনও হেলদোল নেই। 
এই বিষয়ে কাকদ্বীপের এক স্থানীয় বাসিন্দা জানান, "বর্ষা শুরু হতেই ইলেকট্রিক অফিসের ভেতরে যাওয়া যায় না। প্রায় হাঁটু সমান জল জমে থাকে। মহিলারা বিদ্যুতের বিল জমা দিতে এলে প্রায় হাঁটু সমান কাপড় তুলে অফিসের ভেতরে যান। টোটো নিয়েও ভেতরে যাওয়া যায় না। কারণ রাস্তায় এত পরিমান জল জমে রয়েছে টোটোর মোটর পর্যন্ত ভিজে যায়। কেউ বুট পড়ে এলে তাঁকে জুতো খুলে হাতে নিয়ে অফিসের ভেতরে যেতে হয়। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি হয়ে রয়েছে। মশা মাছির উপদ্রবও বাড়ছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাইছে এলাকার মানুষ জন।




Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours