এক দিন আগেই ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে গ্রেফতার হন বাংলাদেশি নীল ছবির তারকা রিয়া বারদে ওরফে আরোহি বারদে। এর আগে শোনা গিয়েছিল অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী ও পর্ণকাণ্ডে অতীতে গ্রেফতার হওয়া রাজ কুন্দ্রার সঙ্গে নাকি গভীর যোগ রয়েছে তাঁর। সত্যিই কি তাই? এই বাংলাদেশিকে চিনতেন রাজ কুন্দ্রা? মুখ খুললেন অবশেষে।
গ্রেফতার হওয়ার বাংলাদেশি পর্নস্টারের সঙ্গে গভীর যোগ শিল্পা শেট্টির স্বামীর?
মুখ খুললেন অবশেষে
এক দিন আগেই ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে গ্রেফতার হন বাংলাদেশি নীল ছবির তারকা রিয়া বারদে ওরফে আরোহি বারদে। এর আগে শোনা গিয়েছিল অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী ও পর্ণকাণ্ডে অতীতে গ্রেফতার হওয়া রাজ কুন্দ্রার সঙ্গে নাকি গভীর যোগ রয়েছে তাঁর। সত্যিই কি তাই? এই বাংলাদেশিকে চিনতেন রাজ কুন্দ্রা? মুখ খুললেন অবশেষে।
রাজের দাবি যা অভিযোগ উঠেছে তা মিথ্যে। তাঁর কথায়, “আমার সম্পর্কে মিথ্যে রটানো হয়েছে। দাবী করা হয়েছে, গ্রেফতার হওয়া মহিলা নাকি আমাদের সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। তবে আমি স্পষ্ট জানাতে চাই, আমি কখনও তাঁর সঙ্গে দেখা করিনি। কাজ তো দূরের কথা।” পাশাপাশি রাজ এও বলেন, ” এই ধরনের বাজে কথা আমার ইমেজ নষ্ট করছে। আমি কিন্তু কিছুতেই তা মেনে নেব না।” কীভাগে গ্রেফতার হলেন রিয়া?
মুম্বইয়ের অদূরেই বাস করতেন রিয়া। ৫০ কিমি দূরে উল্লাসনগরে হিল লাইনে গোটা পরিবার নিয়েই থাকা শুরু করেছিলেন তিনি। গোপন সূত্রে পুলিশ খবর পায়, আম্বেরনাথে এক বাংলাদেশি পরিবার ভুয়ো নথি ব্যবহার করে বাস করছে। খবর পেয়েই তল্লাশি চালায় পুলিশ। তারপরই প্রকাশ্যে আসে ভুয়ো নথি ব্যবহার করে থাকছেন তাঁরা। তদন্তের সময় পুলিশ জানতে পারে, অমরাবতীর এক বাসিন্দা ওই পর্ন স্টার ও তাঁর তিন সঙ্গীকে ভুয়ো পাসপোর্ট বানিয়ে দিয়েছেন। হিল লাইন পুলিশ ওই পর্ন স্টার ও আরও চারজনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করে। গ্রেফতার করা হয় রিয়াকে। অভিযুক্তের বাবা-মা বর্তমানে কাতারে থাকেন। এই মামলায় বাকি চার অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
Post A Comment:
0 comments so far,add yours