পিতৃহারা মেয়ের চিকিৎসার সাহায্যের জন্য পথে নামলো তৃনমূল ছাত্র পরিষদ
পিতৃহারা মেয়ের দুটো কিডনিই নষ্ট, অসহায় মা, চিকিৎসার জন্য খরচ প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা। মাথার ওপরে বাবা নেই, মা নিজে সেলাইয়ের কাজ করেন। টেলারিং মেশিন চালিয়ে বহু কষ্ট করে মেয়েকে স্কুল পরিয়ে জি. এন. এম নার্সিং পড়ান। এখন চিকিৎসার জন্য এত গুলো টাকা কোথা থেকে জোগাড় করবেন সেই ভেবেই ব্যাকুল দিশানির মা ঝর্না মাইতি। এমন সময় পাশে দাড়ালো সুন্দরবন
সাংগঠনিক জেলা তৃনমূল ছাত্র পরিষদ। গত ১৪ই আগস্ট বুধবার সকালে সুন্দরবন সংগঠিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশীষ দাস দিশানির বাড়ি যান, দিশানির মায়ের সাথে কথা বলেন এবং সুন্দরবন ছাত্র পরিষদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি আরো জানান প্রয়োজনে তিনি রাস্তায় নামবেন যাতে এই মেয়েটিকে সুন্দর জীবন ফিরিয়ে দেওয়া যায়। সেই প্রতিশ্রুতিকে মান্যতা দিয়ে আজ কাকদ্বীপের পথে নামল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশীষ দাস এবং তৃণমূল ছাত্র পরিষদের অন্যান্য সদস্যরা। এনারা কাকদ্বীপ বাজারের বিভিন্ন দোকান থেকে শুরু করে প্রত্যেক পথ চলতি মানুষের কাছে সাহায্যের আরজি জানান। যাতে আবার দিশানি তার সুন্দর ভবিষ্যৎ ফিরে পায়। এমনই এক চিত্র ধরা পরল আজকে কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার মাধ্যমে।
Post A Comment:
0 comments so far,add yours