মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফর সামনে রেখে জেলা প্রশাসনেও চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে। রবিবার বাগডোগরা বিমান বন্দরে নেমে উত্তরকন্যায় পৌঁছবেন তিনি। সেখানেই রাজ্যের অতিথি নিবাসে তাঁর থাকার কথা বলে সূত্রের খবর।

ধসে বিধ্বস্ত পাহাড়, খতিয়ে দেখতে রবিবার রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়

 উত্তরে প্রবল বৃষ্টি। দার্জিলিংয়ে বিভিন্ন জায়গায় নেমেছে ধস। সমতলে বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রবিবার পাহাড়ে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। দার্জিলিং জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে তিনি প্রশাসনিক বৈঠক করতে পারেন।

জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের পর প্রথম উত্তরবঙ্গ সফরে রবিবার বিকেলে বাগডোগরায় পৌঁছবেন মমতা। দার্জিলিং, কালিম্পঙে প্রবল বৃষ্টির জেরে বহু এলাকায় ধস নেমেছে। কিছু এলাকায় ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত। সেসব নিয়ে পুঙ্খানুপুঙ্খ খবর সরেজমিনে নিতে পারেন মুখ্যমন্ত্রী। এর আগে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে দক্ষিণবঙ্গের একাধিক জেলা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফর সামনে রেখে জেলা প্রশাসনেও চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে। রবিবার বাগডোগরা বিমান বন্দরে নেমে উত্তরকন্যায় পৌঁছবেন তিনি। সেখানেই রাজ্যের অতিথি নিবাসে তাঁর থাকার কথা বলে সূত্রের খবর। তবে জেলা প্রশাসন সূত্রে খবর, এখনও চূড়ান্ত সূচি না এলেও মুখ্যমন্ত্রী আসতে পারেন ধরে নিয়েই প্রশাসনিক বৈঠকের প্রস্তুতি শুরু করা হচ্ছে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours