দুর্নীতির অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগেই উঠেছিল। টিভি ৯ বাংলা একাধিকবার বিষয়টি নিয়ে সম্প্রচারও করেছিল। তিলোত্তমার পরিবারের দাবি, সেই সময়ই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এ দিন, সাংবাদিকরা মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, "এই পূর্ব বর্ধমানেও একটা এমন ঘটনা পড়ছিলাম।"

২০২১ সালেই সন্দীপের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিত আমার কোল খালি হত না: তিলোত্তমার মা
সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ

 মেয়েকে হারিয়েছেন প্রায় একমাসের বেশি সময় হতে চলল। ইতিমধ্যেই সিবিআই সেই ঘটনায় গ্রেফতার করেছেন তিনজনকে। তাঁর মধ্যে অন্যতম হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। মঙ্গলবার ছিল সুপ্রিম কোর্টের শুনানি। টিভির পর্দায় সারাক্ষণ চোখ ছিল তিলোত্তমার পরিবারের। এ দিন আক্ষেপের সুরে তিলোত্তমার বাবা-মা বললেন, “আজকের মতো যদি ২০২১ সালে সন্দীপ ঘোষের এই ব্যবস্থা হতো তাহলে আমাদের মেয়েকে এইভাবে হারাতে হতো না।”

দুর্নীতির অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগেই উঠেছিল। টিভি ৯ বাংলা একাধিকবার বিষয়টি নিয়ে সম্প্রচারও করেছিল। তিলোত্তমার পরিবারের দাবি, সেই সময়ই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এ দিন, সাংবাদিকরা মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, “এই পূর্ব বর্ধমানেও একটা এমন ঘটনা পড়ছিলাম। আমার মেয়েকে তো আমি হারিয়ে ফেলেছি। তারপর কি টনক নড়বে? ২০২১ সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। সেই সময় মুখ্যমন্ত্রী যদি এই পদক্ষেপ করতেন তাহলে আমার কোল ফাঁকা হত না। আমার মেয়েটা হারিয়ে যেত না।”

এখানেই শেষ নয়, এ দিন তিলোত্তমার পরিবার বলে, সুপ্রিম কোর্টের উপর আস্থা আছে। একশো শতাংশ ভরসা রয়েছে। একটা সুষ্ঠু সমাধানের ব্যবস্থা করবে। সঙ্গে এও যোগ করেন,” তবে প্রশানিক রদবদলে আমরা খুশি না। আমরা চাই আমাদের মেয়ে সঠিক বিচার। যারাই মেয়ের খুনের প্রমাণ লোপাট করেছে, তারা একে একে গ্রেফতার হচ্ছে। যারা যুক্ত আছে এই ঘটনায় তারা প্রত্যেকে শাস্তি পাক। জয় সেদিন হবে যেদিন আমার মেয়ের সঠিক বিচার পাবে।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours