আর জি কর কাণ্ডে বিচার চেয়ে প্রতিবাদী আন্দোলন বাংলা ছেড়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে।
এবার আরজিকোর কান্ডে বিচার চেয়ে পথে নামল মৌশুনি দ্বীপের ছাত্র সমাজ। সোমবার দিন সকালে দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের
প্রত্যন্ত দ্বীপ মৌশুনি দ্বীপের ছাত্র সমাজ আরজিকর কান্ডের বিচার চেয়ে একটি প্রতিবাদী মিছিল বের করে। এই মিছিলে শামিল হন বহু ছাত্র-ছাত্রী, মিছিল থেকে আর জি কর কাণ্ডের দোষীদের উপযুক্ত শাস্তি দাবি তোলা হয়। এ দিনের ছাত্র সমাজের মিছিল জাতীয় পতাকা হাতে সংগঠিত হয়। এ দিনের এই মিছিল মৌশুনির বাগডাঙ্গা বাজার থেকে কুসুম তলার ধর্মতলা মোড় হয়ে পুনরায় বাগডাঙ্গা বাজারে মিছিল শেষ করা হয়। এদিন মিছিল থেকে পরিনিতা সামন্ত, সঙ্গীতা পাল, পল্লবী মাইতিরা বলেন,আর জি কর কাণ্ডে প্রকৃত দোষীদের , খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দিতে হবে। আমরা সামাজিক মর্যাদা ও নিরাপত্তা চাই। আরজি কর হাসপাতলে তিলত্তমা কে ধর্ষণ ও খুনের ন্যায় বিচার চেয়ে আমরা আজ পথে । এদিনের এ মিছিল সম্পূর্ণ অরাজনৈতিকভাবে সংগঠিত হয়েছে বলে দাবি করা হয়েছে প্রতিবাদী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে।
ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours