উচ্চমাধ্যমিক পাশের পরে তৌহিদকে জঙ্গীপুরের জাকির হোসেন ইন্সটিটিউট অফ ফার্মাসিতে মোটা টাকা খরচ করেই ভর্তি করেন তাঁর বাবা। যে কলেজের মালিক জঙ্গিপুরের বিধায়ক প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। স্বপ্ন ছিল, ছেলে ফার্মাসিস্ট হবে। কিন্তু…
RG Kar কাণ্ডের ছায়া মালদহে, TMC MLA-র কলেজে পড়ুয়ার রহস্যজনক মৃত্যুর পরেও ‘চুপ’ পুলিশ, ‘ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে’, অভিযোগ পরিবারের
একগুচ্ছ অভিযোগ পরিবারের
আরজি কর কাণ্ডের ছায়া এবার মালদহতে। বিক্ষোভ গ্রামে। ফার্মেসি পড়তে যাওয়া মেধাবী ছাত্রের দেহ মিলেছে মুর্শিদাবাদের হোস্টেলে। যে কলেজের মালিক এলাকার তৃণমূল বিধায়ক। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত, ক্ষত। পরিকল্পনা করে খুনের অভিযোগ। অভিযোগ নেয়নি থানা। সংবাদমাধ্যমকেও জানাতে ‘নিষেধ পুলিশ’ এবং কলেজ কর্তৃপক্ষের। বিস্ফোরক অভিযোগ পরিবারের। অভিযোগ, তৃণমূল বিধায়ক নিজের ক্ষমতা আসল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। ব্যবহার করা হচ্ছে পুলিশকে। ছেলের ওপর র্যাগিংয়ের অভিযোগও করছেন পরিবারের সদস্যরা।
মালদহের ইংরেজবাজার থানার যদুপুরের বাসিন্দা তৌহিদ করিম। বাবা রেজাউল করিম পেশায় গাড়ি চালক। উচ্চমাধ্যমিক পাশের পরে তৌহিদকে জঙ্গীপুরের জাকির হোসেন ইন্সটিটিউট অফ ফার্মাসিতে মোটা টাকা খরচ করেই ভর্তি করেন তাঁর বাবা। যে কলেজের মালিক জঙ্গিপুরের বিধায়ক প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। স্বপ্ন ছিল, ছেলে ফার্মাসিস্ট হবে। কিন্তু, ভর্তির কিছু মাসের র্যাগিংয়ের কথা শোনা যায় তৌহিদের মুখে। ছেলে ভেঙে পড়ছে দেখে তাঁকে বোঝাতে শুরু করেন পরিবারের সদস্যরা। যদিও তারপরেও হস্টেলেই ছিল ওই পড়ুয়ারা। কিন্তু, এক বছর যেতে না যেতেই তাঁর দেহ মিলল সেই হস্টেল থেকেই।
Post A Comment:
0 comments so far,add yours