তালিকায় রয়েছেন সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ, ফারুকী আযম।
উত্থান কোটা আন্দোলন থেকে, দুই ‘লড়াকু’ ছাত্রই ‘নতুন’ বাংলাদেশের ‘মন্ত্রী’
নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ
আগেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশের সেনা প্রধান। দেশেও এসে গিয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। তাঁকে প্রধান উপদেষ্টা করেই বৃহস্পতিবার রাতেই শপথ নিতে চলেছে নতুন সরকার। রাত ৯ থেকে শুরু হবে শপথ গ্রহণ পর্ব। ইউনুসের সঙ্গে থাকছেন আরও ১৬ উপদেষ্টা। তাঁদেরকে সঙ্গে নিয়েই তৈরি হচ্ছে নতুন অন্তবর্তীকালীন মন্ত্রীসভা। মোট ১৭ সদস্যের মধ্যে দুই ছাত্র নেতাও রয়েছেন। তাঁদের নিয়েও চলছে জোর চর্চা।
তালিকায় রয়েছেন সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ, ফারুকী আযম। এর মধ্যে নাহিদ ইসলাম ও সজীব ভূঁইয়া ছাত্র আন্দোলনের সমন্বক হিসাবে কাজ করেছেন।
Post A Comment:
0 comments so far,add yours