আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
কাকদ্বীপ গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হলো তৃতীয় চিংড়ি চাষী সম্মেলন
দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের কাকদ্বীপ গবেষণা কেন্দ্রে "কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থার" উদ্যোগে অনুষ্ঠিত হলো "থার্ড শ্রিম্প ফার্মাস কনক্লেভ"। মূলত চিংড়ি চাষে বাড়ছে খরচ, CIBA এর নতুন প্রযুক্তির ব্যবহার করে কিভাবে তা নিয়ন্ত্রণ করা যায় সেই নিয়ে আলোচনা এই অনুষ্ঠানে এবং পাশাপশি শ্রিম্প ক্রপ ইন্সুরেন্সের ব্যাপারেও চাষীদের জানানো হয় এই অনুষ্ঠানে। প্রায় ২৫০ জন মাছ চাষী উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে।
ভারতবর্ষে এটা নিয়ে তৃতীয়বার এই কনক্লেভ এর আয়োজন করা হয়েছে । প্রথমে চেন্নাই, দ্বিতীয় গুজরাট এবং তৃতীয়বার পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের কাকদ্বীপ গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হলো তৃতীয় চিংড়ি চাষী সম্মেলন।
Post A Comment:
0 comments so far,add yours