আরজি করে তরুণী ডাক্তারের মৃত্যুর প্রতিবাদে রাজনীতি মহল থেকে স্কুলের ছাত্র-ছাত্রী সমাজকর্মী, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা অভিনেত্রী ,যাত্রা কর্মীরা প্রতিবাদ মিছিল করছেন সর্বত্র। ঠিক সেই মুহূর্তে দেখা গেল আজ এক অন্য ছবি ,এবারে পথে নামলেন শাসক দল নিজেই।


২৮ সে আগস্ট মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি ব্লকে ব্লকে ধরনা মঞ্চ করার নির্দেশ দিয়েছিলেন। সেই কারণে আজ নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ কয়লাঘাটে বাসস্ট্যান্ড থেকে জেটিঘাট বাসস্ট্যান্ডে মিছিল করে ধরনা মঞ্চ বসেন টিএমসির নেতা নেত্রী এবং কর্মীরা এই দিন ধরনা মঞ্চ উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার সহ-সভাপতি সীমন্ত মালি। উপস্থিত ছিলেন তৃণমূলের কংগ্রেসের নামখানা ব্লকের সভাপতি ধীরেন কুমার দাস এবং নামখানা পঞ্চায়েত সমিতির সদস্য নীলকন্ঠ বর্মন এবং ফ্রেজারগঞ্জে নেতা নেত্রী সহ প্রায় ৩০০ পুরুষ ও মহিলা কর্মী সমর্থকেরা।
 এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহ-সভাপতি সীমন্ত মালি বলেন ৯ আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক তরুণী ডাক্তারের মৃত্যুকে নিয়ে বিরোধীরা যেভাবে রাজনীতি করছে তারই প্রতিবাদে আমাদের নেত্রী মাননীয়া মমতা ব্যানার্জি ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর নির্দেশে আজ আমরা ধরনা কর্মসূচি গ্রহণ করেছি। আমরা চাইছি যে বিরোধীদের এই নোংরা রাজনীতি বন্ধ করে যাতে ভারতবর্ষে এই ধর্ষকের বিরুদ্ধে নতুন আইন আনা হয় এবং দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়া হয়, তার জন্য আমাদের এই কর্মসূচি।


ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours