২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। ২০১৯ সালে আরও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। বিজেপি একাই পেয়েছিল ৩০৩টি আসন। চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছে ২৪০টি আসন। তবে এনডিএ শরিকদের নিয়ে সরকার গড়েছে বিজেপি-ই।
২০২৯ সালে লোকসভা ভোটের ফল কী হবে, সেকথা বলে দিলেন অমিত শাহ।
২০২৯ সালে লোকসভা ভোটের ফল কী হবে? ৫ বছর আগেই জানিয়ে দিলেন শাহ
অমিত শাহ।
মাস দুয়েক আগেই লোকসভার ফল ঘোষণা হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কেন্দ্রে সরকার গঠন করেছে। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। চব্বিশের নির্বাচনের রেশ শেষ হতে না হতেই পাঁচ বছর পরের নির্বাচনের কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কণ্ঠে। পরবর্তী লোকসভা নির্বাচন হবে ২০২৯ সালে। পাঁচ বছর পরের লোকসভা নির্বাচনের ফল কী হবে? সেই ফল এখনই বলে দিলেন মোদীর ডেপুটি। রবিবার চণ্ডীগড়ে এক সভায় সেই ভবিষ্যদ্বাণী করলেন তিনি।
২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। ২০১৯ সালে আরও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। বিজেপি একাই পেয়েছিল ৩০৩টি আসন। চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছে ২৪০টি আসন। তবে এনডিএ শরিকদের নিয়ে সরকার গড়েছে বিজেপি-ই।
সরকার গঠনের পর থেকেই তৃতীয় মোদী সরকারের স্থায়িত্ব নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তুলেছেন ইন্ডিয়া জোটের নেতারা। এদিন চণ্ডীগড়ে একটি প্রকল্পের উদ্বোধনে এসে এই নিয়ে ইন্ডিয়া জোটের নেতাদের কটাক্ষ করলেন অমিত শাহ। তিনি বলেন, “বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা হইচই করছেন। এই নিয়ে চিন্তা করবেন না। কিছুটা সাফল্য পেয়ে তারা ভেবেছে নির্বাচনে জিতে গিয়েছে। গত তিনটে নির্বাচনে কংগ্রেস মোট যতগুলি আসন জিতেছে, তার চেয়ে বেশি আসন ২০২৪ সালে জিতেছে বিজেপি। আবার পুরো ইন্ডিয়া জোট এবার যত আসন পেয়েছে, তার চেয়েও এবার বিজেপির আসন বেশি।” তৃতীয় মোদী সরকারের স্থায়িত্ব নিয়ে বিরোধীদের কটাক্ষ করে শাহ বলেন, “আমি বিরোধীদের আশ্বস্ত করতে চাই যে এই সরকার তার পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করবে।
Post A Comment:
0 comments so far,add yours