একইসঙ্গে দু'টি মামলার তদন্ত করছে সিবিআই। তবে আর্থিক দুর্নীতির মামলা যেহেতু, ফলে ইডির হাতে সে তদন্তভার যে কোনও সময়ই যেতে পারে। এরইমধ্যে এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট বা ইসিআইআর দাখিল করল ইডি।
এবার ইডি ঘিরছে সন্দীপ ঘোষকে, দায়ের হল ইসিআইআর
সন্দীপ ঘোষ
এবার আরও চাপে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআই-এর পর এবার আরজি কর দুর্নীতিতে মামলা রুজু করল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে ইসিআইআর দায়ের করা হয়েছে। সিবিআইয়ের এফআইআর-এর ভিত্তিতেই এই ইসিআইআর দায়ের করেছে তারা। অভিযুক্ত হিসাবে প্রথম নামই সন্দীপ ঘোষের।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
আরজি করে ডাক্তার পড়ুয়ার মৃত্য়ুর ঘটনায় প্রথম থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। টানা ১০ দিন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে সন্দীপকে। আজ মঙ্গলবারও সিবিআই দফতরে হাজির হয়েছেন তিনি। এমনকী সিবিআই তাঁর বাড়িতে পর্যন্ত তল্লাশি চালায়। বাড়ি থেকে সবুজ কাপড়ে বোচকা ভরে নথিও নিয়ে আসে তারা।
Post A Comment:
0 comments so far,add yours