ভাঙা নদী বাঁধ থেকে নোনা জল ঢুকে প্লাবিত গ্রাম



 ভাঙা নদী বাঁধ থেকে নোনা জল ঢুকে প্লাবিত হয়ে গেল কাকদ্বীপের ৮ নম্বর ত্রিলোকচন্দ্রপুর। প্রায় ৫০টি বাড়ি এখন জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত এক মাস আগে মুড়িগঙ্গা নদীর প্রায় ১০ ফুটের বেশি বাঁধ ভেঙে গিয়েছে। জোয়ারের সময় নদীর জল বাড়লেই ওই ভাঙা বাঁধ থেকে এলাকায় নোনা জল ঢুকে যায়। 
সেই সময় এই গ্রামের বাসিন্দারা বাড়িতে থাকতে পারেন না। জিনিসপত্র খাটের উপরে তুলে দিয়ে সবাইকে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়। নদীতে ভাটা শুরু হলে আবার সবাই বাড়িতে ফিরে আসেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে জানিয়েও কোন সুরাহা হয়নি। দ্রুত ব্যাবস্থা গ্রহন করার আশ্বাস গ্রাম পঞ্চায়েত প্রধানের। 



অন্যদিকে লট নম্বর আটের মুড়িগঙ্গা নদী বাঁধে ধস রাতেই গ্রামে ঢুকছে নোনা জল ‌। আতঙ্কিত মানুষ জন। পূর্ণিমার কোটালের জেরে নদী ও সমুদ্রে জল অনেক টাই বেড়েছে। যার জেরে গতকাল রাতে হটাৎ ধস নেমে লট নম্বর আট এলাকায় নোনা জল ঢুকছে গ্রামে । যার জেরে গ্রামের পুকুর রাস্তা ঘাট একেবারে জলের তোলায় চলে গিয়েছে। দ্রুত ব্যাবস্থা গ্রহন না করলে এই বারে বাড়ি ঘরে ঢুকে পড়বে নোনা জল। 




স্টাফ রিপোর্টার মুন্না সর্দারে 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours