হাসিনা দিল্লিতে, সংসদে রাহুল-জয়শঙ্করের সাক্ষাতে বাংলাদেশ নিয়ে কথা
ফাইল ছবি।
বিরোধী দলনেতা রাহুল গান্ধী দেখা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। সোমবার সংসদভবনে জয়শঙ্করের সঙ্গে রাহুল দেখা করেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেন বলে খবর।
পাঁচ দশক আগের ঘটনা। শেখ মুজিবর রহমানের হত্যার পর নয়া দিল্লির পান্দারা রোডে এসে উঠেছিলেন শেখ হাসিনা। সঙ্গে ছিলেন স্বামী এম ওয়াজেদ ও দুই সন্তান সজীব ও সাইমা পুতুল। ইন্দিরা গান্ধী তাঁদের নিরাপত্তা দিয়েছিলেন সেই সময়। কী অদ্ভুত, ইতিহাসের পুনরাবৃত্তি হল সোমবার সেই দিল্লিতেই। অগ্নিগর্ভ বাংলাদেশ ছেড়ে মুজিবকন্যা শেখ হাসিনা আবারও এলেন সেই দিল্লিতেই।
সোনিয়া গান্ধির সঙ্গেও শেখ হাসিনার খুব ভাল সম্পর্ক। ভারতে এলে সোনিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। গতবারও সাক্ষাৎ করেছিলেন। প্রথমে শোনা যাচ্ছিল, দিল্লি থেকে ব্রিটেনে যাবেন হাসিনা। তবে পরে শোনা যাচ্ছে, সে দেশ জানিয়েছে, এই মুহূর্তে হাসিনাকে তারা আশ্রয় দিতে পারবে না। আপাতত হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতেই শেখ হাসিনা আছেন বলে খবর। সোমবার হিন্দোন বিমান ঘাঁটিতে হাসিনার সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। প্রায় ঘণ্টাখানেক তাঁদের কথা হয় বলে খবর। কী কথা হয়েছে তা স্পষ্ট নয়।
Post A Comment:
0 comments so far,add yours