বুধবার সকালে দুর্গাপুরের ৩৭ নম্বর ওয়ার্ডের অঙ্গদপুর সংলগ্ন অর্জুনপুর এলাকায় প্রাত:ভ্রমণে যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার অর্জুনপুর এলাকায় চা চক্রে যোগ দিয়েছিলেন। সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ বিজেপি নেতৃত্বরা।
দিলীপের সামনে হঠাৎ হাজির তৃণমূল নেতা, তারপরই...
দিলীপের কাছে এলেন তৃণমূল নেতা
দুর্গাপুর: সদ্য প্রাতঃভ্রমণ সেরে বসেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই সময় আচমকাই তাঁর দিকে এগিয়ে এলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। হাসিমুখে হাত মেলালেন দিলীপের সঙ্গে। সবটাই সৌজন্য সাক্ষাৎ জানালেন দু’জনই।
বুধবার সকালে দুর্গাপুরের ৩৭ নম্বর ওয়ার্ডের অঙ্গদপুর সংলগ্ন অর্জুনপুর এলাকায় প্রাত:ভ্রমণে যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে চা চক্রে যোগ দেন তিনি। সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ বিজেপি নেতৃত্বরা। তখনই প্রাত:ভ্রমণে বেরিয়ে ৩৭ নম্বর ওয়ার্ডের বিদায়ী পুরপিতা স্বরূপ মণ্ডল এসে দিলীপ ঘোষের সঙ্গে হাত মেলান। হাসিমুখে দুজনকে কয়েক মিনিট কথা বলতেও শোনা যায়।
এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “৩৭ নম্বর ওয়ার্ডের অর্জুনপুর ও অঙ্গদপুর গ্রামে বিজেপির ভাল ভোটার আছে। তাই তাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। তখনই এলাকার তৃণমূল নেতা এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আমাদের কর্মীরা অনেকেই তাঁর বন্ধু, তাঁরাই ডাকলেন। আমায় নমষ্কার করলেন। করমর্দন করলাম। ভাল লাগল। আমি বললাম আপনার জায়গায় আজকে এসেছি আমরা হাঁটতে। সবটাই রাজনৈতিক সৌজন্য।” অপরদিকে, তৃণমূল পুরপিতা স্বরূপ মণ্ডল বলেন, “প্রাত:ভ্রমণে বেরিয়েছিলাম তখনই রাস্তায় দেখা হয়ে গেল। সৌজন্য সাক্ষাৎ করলাম। তবে আলাদা কিছু নয় আমি প্রতিদিনই প্রাত:ভ্রমন করি।”
Post A Comment:
0 comments so far,add yours