অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে প্রায় গৃহযুদ্ধের পরিস্থিতি বাংলাদেশে। রবিবার (৪ অগস্ট), সারাদিনে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশি সংবাদমাধ্যম, 'প্রথম আলো'। আহত হয়েছেন শতাধিক। এই পরিস্থিতিতে রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় দূতাবাস।
বাংলাদেশে যেন গৃহযুদ্ধ, মৃত বেড়ে ৭৮! বিশেষ নির্দেশ ভারতীয়দের
বাংলাদেশে যেন চলছে গৃহযুদ্ধ
রবিবার (৪ অগস্ট), অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে প্রায় গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হল বাংলাদেশে। সারাদিনে দেশ জুড়ে চলা হিংসায় অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশি সংবাদমাধ্যম, ‘প্রথম আলো’। এর মধ্যে আন্দোলনকারীদের পাশাপাশি, পুলিশকর্মী ও আওয়ামি লিগ এবং তাদের ছাত্র-যুব সংগঠনের সদস্যরাও আছেন বলে জানা গিয়েছে। যদিও সংবাদ সংস্থা এএফপি-র রিপোর্ট অনুযায়ী, মৃতর সংখ্যা ৫০। আহত হয়েছেন শতাধিক। এই পরিস্থিতিতে রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় দূতাবাস। বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের ‘সতর্ক’ থাকতে বলা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায়, সিলেটে অবস্থিত ভারতের ডেপুটি হাই কমিশন বলেছে, ‘সিলেটের ভারতীয় ডেপুটি হাই কমিশনের এক্তিয়ারে বসবাসকারী শিক্ষার্থী-সহ সকল ভারতীয় নাগরিকদের এই অফিসের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।’ ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জরুরি অবস্থার জন্য একটি হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে। দূতাবাস বলেছে, “জরুরি পরিস্থিতিতে, অনুগ্রহ করে +৮৮-০১৩১৩০৭৬৪০২ নম্বরে যোগাযোগ করুন।”
Post A Comment:
0 comments so far,add yours