সিটের তরফে এদিনই সমস্ত নথি সিবিআইয়ের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবারই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা যাবতীয় দুর্নীতির তদন্ত করবে সিবিআই।


জিজ্ঞাসাবাদের 'নবমী'তে পলিগ্রাফ টেস্টে বসবেন সন্দীপ 'স্যর'
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।


শনিবার নবম দিনে পড়ল সন্দীপ ঘোষের সিজিও-হাজিরা। আজও তাঁকে তলব করেছে সিবিআই। অন্যদিকে হাইকোর্টের নির্দেশে এদিনই আরজি করের আর্থিক দুর্নীতি সংক্রান্ত নথি হস্তান্তর করে সিট। সিবিআইয়ের হাতে নথি তুলে দেয় তারা। অন্যদিকে আজই সন্দীপের পলিগ্রাফ টেস্ট হবে সিবিআই দফতরে। সকাল থেকে শুরু তোড়জোর।


আরও খবর পড়তে ডাউনলোড করুন 

সন্দীপ ঘোষকে আজও সিজিও কমপ্লেক্সে ডাকা হয়। টানা ৯ দিন সিজিওতে হাজিরা দিলেন তিনি। জিজ্ঞাসাবাদের ১০০ ঘণ্টা পার হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শুক্রবারও সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ‘জিজ্ঞাসাবাদের নবমী’তে শনিবার সকাল সকালই পৌঁছে যান আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours