আজ ২৫ই আগস্ট রবিবার "চিত্রাঙ্কন আর্ট এন্ড ক্রাফট"এর উদ্যোগ নারায়ণপুর,নামখানা 'পরিবেশ গেস্ট হাউস'এ একগুচ্ছ শিশু শিল্পীদের নিয়ে এক আর্ট ওয়াকশর্প আয়োজিত হয়। এই আর্ট ওয়াকশর্পে নামখানা,কাকদ্বীপ সহ প্রায় ১৮০জন শিশু শিল্পী অংশগ্রহণ করে।
Kores কোম্পানির সহযোগিতায় এত বড় মাপের এক বিস্ময়কর আর্ট ওয়ার্কশপ "চিত্রাঙ্কন আর্ট এন্ড ক্রাফট"স্কুলের মধ্য দিয়েই নামখানা তে সর্বপ্রথম কাজ করে। আজকের কর্মকাণ্ডে অয়েল পেস্টেল কালার,পোস্টার কালারের মাধ্যমে রং ছটায় সাদা ক্যানভাসে ফুটে উঠেছে যামিনী রায়ের পটচিত্র কোথাও বা উড়িষ্যার ঐতিহ্যশালী মধুবনী কোথাও বা কচিকাচাদের পছন্দের ছোটা ভীম, ডোরেমন, স্পাইডারম্যান এর মত কার্টুন ক্যারেক্টার। ছোট ছোট হাতে ফুটে উঠেছে অনেক দক্ষ ও সৌন্দর্যের চিত্র। এই কর্মব্যস্ত হাতগুলিকে সাধুবাদ জানাতে তাদের হাতে তুলে দেওয়া হয় Kores কোম্পানির সার্টিফিকেট সহ মেমেন্টো ।
এই কর্মব্যস্ত সময়েও আজকের এই আর্ট ওয়ার্কশপে অতিথি হিসাবে আছে Kores কোম্পানির স্লেশ এক্সিকিউটিভ সত্যজিৎ পাল, স্লেশ ম্যানেজার শুভ সঙ্খ বনিক ও শিক্ষক রতন কুমার সাবল, বিশিষ্ট সমাজসেবী রাইচাঁদ গায়েন, শিক্ষীকা অশ্রুকনা পাত্র। আজকের এই কর্মশালা সম্পর্কে অঙ্কন স্কুলের প্রধান শিক্ষক শান্তনু দাস জানায় কচিকাচাদের ক্যানভাসের ধারণা ও ভারতীয় ঐতিহ্যের অতীত শিল্পময় শিল্পগুলির পুনবিকাশ ও প্রত্যন্ত সুন্দরবনে শিল্পসমাস তৈরীর আশা নিয়ে এই কর্মক্ষেত্র। চিত্রাঙ্কন আর্ট এন্ড ক্রাফট"এর মধ্য দিয়েই ভবিষ্যৎ শিল্প প্রজন্ম তৈরি করতে শিল্পী শান্তনু দাসের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে শিল্পী সায়ন মিদ্যা, মধুমিতা সাবল,সুকদেব দাস, তনুশ্রী সাঁতরা ।
আজকের এই আট ওয়াকশর্প প্রশংসিত হয় অভিভাবকদের পাশাপাশি এলাকার মানুষদের থেকেও। আগামী দিনেও "চিত্রাঙ্কন আর্ট এন্ড ক্রাফট"এ প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে এইভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার নেয়।
ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours