বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর খবর সামনে আসছে। কক্স বাজারে ৩ জন, কুমিল্লায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিশেষত ফেনি, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালি, সিলেট, লক্ষ্মীপুর, খাগড়াগাছি, কক্স বাজারে পরিস্থিতি সবথেকে খারাপ। 


বাংলাদেশে ভয়াবহ বন্যা, ভারতের কাছে বিশেষ আবেদন ইউনুস সরকারের
বাংলাদেশের বন্যা

 ভয়াবহ বন্যায় বাংলাদেশের এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। ৪৮ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত কয়েকদিনের পরিস্থিতিতে কার্যত ভেসে গিয়েছে বাংলাদেশ। তবে ভারতের সাহায্য চেয়েছে ইউনুস খান নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যেই ভারত জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের বন্যা পরিস্থিতির জন্য নয়াদিল্লি দায়ী নয়। তবে নতুন সরকারের বন ও পরিবেশ দফতরের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান আবেদন করেছেন, পরবর্তীতে বন্যা পরিস্থিতি এড়াতে ভারত যেন আগে থেকে তাদের সতর্ক করে।


রিজওয়ানা হাসান সাংবাদিক বৈঠকে বলেন, আমরা আমাদের বিদেশ মন্ত্রকের মাধ্যমে ভারতকে আবেদন জানাব, যাতে এই পরিস্থিতি এড়ানো যায়। শুক্রবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে এ কথা বলেন তিনি।

এদিকে, বৃহস্পতিবার বাংলাদেশের নতুন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস প্রস্তাব দিয়েছেন, জরুরি পরিস্থিতি যাতে ভারত ও বাংলাদেশ যৌথভাবে সামাল দিতে পারে, তেমন একটি পদ্ধতি তৈরি করতে হবে। বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মার সঙ্গে দেখা করেও এ কথা বলেছেন ইউনুস। বিভিন্ন বাংলাদেশি সংবাদমাধ্যমে অভিযোগ তোলা হয় যে ভারতের দুম্বুর বাঁধ থেকে জল ছাড়ার কারণেই এই বন্যা হয়েছে। ইতিমধ্যেই সেই তত্ত্ব খারিজ করে দিল ভারত সরকার।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours