এরপরই মাতৃযান থেকে তাঁর মেয়ে নার্গিস খাতুন ও তাঁর সদ্যোজাত কন্যাকে নামিয়ে দেয় ওই চালক।

জল জমে আছে তাই যাবেন না..., ছানা সহ মাকে গাছ তলায় নামিয়ে চলে গেল অ্যাম্বুলেন্স চালক
গাছের তলায় মহিলা ও তাঁর সন্তান


কটোয়া: প্রসূতিদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছনো ও তাঁদের পুনরায় সন্তানসহ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন মাতৃযান পরিষেবা। এবার সেই মাতৃযান-চালকের বিরুদ্ধে উঠল গুরতর অভিযোগ। সদ্যোজাত শিশু কন্যা সহ তাঁর মাকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের ঘটনা।

বৃষ্টির মধ্যে গাছের তলায় ফুটফুটে শিশুটিকে নিয়ে বসে থাকতে দেখা যায়। শিশুর দিদার দাবি, কাটোয়া করুই রাস্তায় জল জমে ছিল। অভিযোগ,এরপরই মাতৃযান থেকে তাঁর মেয়ে নার্গিস খাতুন ও তাঁর সদ্যোজাত কন্যাকে নামিয়ে দেয় ওই চালক। একাধিকবার তাঁকে ঘুরপথে নিয়ে যাওয়ার জন্যে অনুরোধ করা হলেও কোনও তোয়াক্কা না করেনি তিনি। শুধু তাই নয়, ঘুরপথে যাওয়ার জন্য ২০০ টাকা লাগবে বলেও জানায় নাকি ওই মাতৃযান চালক। প্রায় দু’ঘণ্টা ধরে রাস্তার পাশেই বসে থাকতে দেখা যায় প্রসূতিকে।

এই বিষয়ে হাসপাতালে সুপার বিষয়টি ফোনের মাধ্যমে জানানো হলে তিনি বলেন, ওই মাতৃযান চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। লাইসেন্স পর্যন্ত বাতিল করে দেয়া হবে। তিনি আরও জানান, অন্য একটি অ্যাম্বুলেন্স পাঠানো হবে। যত তাড়াতাড়ি সম্ভব প্রসূতিকে বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। সদ্যোজাত শিশুর মা নার্গিস খাতুন বলেন, “অ্যাম্বুলেন্সে করে যাচ্ছিলাম। কিছুটা রাস্তা যাওয়ার পর চালক বলল জল জমে আছে যাব না। তারপর বলল ২০০টাকা দিতে হবে। আমি তাতেও রাজি হলাম কিন্তু মাঝপথে নামিয়ে দিল “
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours