নারী নিরাপত্তায় সুন্দরবন পুলিশ জেলার মহিলা পুলিশের বিশেষ দল। 


 আর জি কর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্যে। দোষীদের শাস্তি এবং ঘটনার সঠিক তদন্তের দাবি তোলেন বিভিন্ন সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজনৈতিক দলগুলিও। পাশাপাশি এই ঘটনায় সরব হয়েছেন সাধারণ মানুষও।প্রশ্ন ওঠে নারী নিরাপত্তা নিয়েও। সেই সময় বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন সুন্দরবন পুলিশ জেলা। সাধারণ ও নারী নিরাপত্তার জন্য তৈরি করা হলো সুন্দরবন পুলিশ জেলার মহিলা পুলিশের বিশেষ দল। 

 বৃহস্পতিবার সকাল থেকে এই মহিলা পুলিশের বিশেষ দল কে নামখানা বকখালি বিভিন্ন এলাকা টহল দিতে দেখা গেছে। এবং স্কুল ছুটির সময় স্কুলের সামনে টহলদারি করতে দেখা গেছে । এবং স্কুলের ছাত্রীদের সঙ্গে কথা বলেন। তাঁরা কথা বলেন বিভিন্ন বয়সী, বিভিন্ন কাজে যুক্ত থাকা ও সাধারণ মহিলাদের সাথে। তাঁরা জানতে চান মহিলারা সঠিক নিরাপত্তায় আছেন কিনা? কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা ইত্যাদি। কেউ কোন সমস্যায় পড়লে তৎক্ষণাৎ স্থানীয় প্রশাসনকে জানানোর পরামর্শ দেন তাঁরা। 
পুলিশের তরফে জানা যায়, মহিলাদের সাহস যোগাতে এবং তাদের পাশে থাকার আশ্বস্ত করতে এই উদ্যোগ গ্রহণ করা। "সাধারণ নিরাপত্তা" কর্মসূচিতে বিশেষ করে মহিলাদের নিরাপত্তার ওপরে জোর দেওয়া হয়েছে। আমাদের কিছু মহিলা পুলিশদের প্রশিক্ষণ দিয়ে একটি বিশেষ দল তৈরি করা হয়েছে। তারা হাসপাতাল, বাস স্ট্যান্ড, জনবসতি ইত্যাদি এলাকা গুলিতে জানেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলবেন।
সুন্দরবন পুলিশ সুপার কোটেশ্বর রাও জানান এই কর্মসূচি লাগাতার চলবে।

সেই ছবি আপনারা দেখছেন কাকদ্বীপ ডট কম এর মাধ্যমে


ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours