ভারতের পয়েন্ট শতকরা ৬৮.৫২। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের শতকরা পয়েন্ট ৬২.৫০ ও ৫০। বাংলাদেশের বিরুদ্ধে এই দুই ম্যাচের সিরিজ জিতলে পয়েন্ট টেবলে শীর্ষস্থান আরও মজবুত হবে ভারতের। ফলে টানা তৃতীয় বার ফাইনালে যোগ্যতা অর্জনের ক্ষেত্রেও এগিয়ে থাকবে ভারতীয় দল।


ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় প্রভাব! আশঙ্কায় ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দু-ম্যাচের টেস্ট সিরিজ। শুধু তাই নয়। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। ভারত সফরে আসার কথা বাংলাদেশ ক্রিকেট টিমের। যদিও এই সিরিজ আদৌ হবে তো! তৈরি হয়েছে সংশয়। বাংলাদেশে সাম্প্রতিক ঘটনার প্রভাব পড়তে পারে ক্রীড়াক্ষেত্রেও। স্বাভাবিক ভাবেই বাংলাদেশ ক্রিকেট টিমের ভারত সফর ঘিরেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই সিরিজের উপর ভারতীয় ক্রিকেট টিমেরও অনেক কিছু নির্ভর করছে। কবে সিরিজ, কোথায় ম্যাচ, কী সম্ভাবনা, কেন এই সিরিজ ভারতের জন্য় গুরুত্বপূর্ণ, জেনে নিন বিস্তারিত।

সেপ্টেম্বরে টেস্ট সিরিজ দিয়েই ভারত সফর শুরু কথা বাংলাদেশের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ। ২ ম্যাচের সিরিজ। প্রথম টেস্ট১৯-২৩ সেপ্টেম্বর চেন্নাইতে। ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর দ্বিতীয় টেস্ট কানপুরে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই সংস্করণেই ফাইনালে উঠেছিল ভারত। এ বারও পয়েন্ট টেবলে ভারত শীর্ষেই। শতকরা হিসেবে পয়েন্ট টেবলে স্থান নির্ভর হয়। ভারতের পয়েন্ট শতকরা ৬৮.৫২। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের শতকরা পয়েন্ট ৬২.৫০ ও ৫০। বাংলাদেশের বিরুদ্ধে এই দুই ম্যাচের সিরিজ জিতলে পয়েন্ট টেবলে শীর্ষস্থান আরও মজবুত হবে ভারতের। ফলে টানা তৃতীয় বার ফাইনালে যোগ্যতা অর্জনের ক্ষেত্রেও এগিয়ে থাকবে ভারতীয় দল।

এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। নজর আগামী ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুগ্মভাবে বিশ্বকাপ আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। গত সংস্করণের মতোই ২০ দলের টুর্নামেন্ট। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। সদ্য ভারতীয় দলের কোচ হয়েছেন গৌতম গম্ভীর। তাঁর কোচিংয়ে প্রথম টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ৩-০ হারিয়েছে ভারত।

বিশ্বকাপের পর এই ফরম্যাটে দেশের জার্সিকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাডেজা। একঝাঁক নতুন প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়েছে। নতুন টি-টোয়েন্টি ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের পারফরম্যান্সেও নজর। ৬, ৯ ও ১২ অক্টোবর টি-টোয়েন্টি ম্যাচ তিনটি হওয়ার কথা ধরমশালা, দিল্লি ও হায়দরাবাদে। বাংলাদেশ সিরিজেও বেশ কিছু নতুন মুখকে দেখা হত। তিনটি ম্যাচ না হওয়া মানে ভারতের বিশ্বকাপ প্রস্তুতিতেও প্রভাব পড়বে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours