রবিবার রাতে দেশের মানুষের উদ্দেশে ভাষণ দেন মহম্মদ ইউনুস। সেখানে তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকার কবে বিদায় নেবে, তা দেশের মানুষই ঠিক করবেন। একইসঙ্গে তিনি জানান, কবে দেশে আবারও নির্বাচন হবে তা একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত। ফলে সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলিকেই নিতে হবে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ? দেশবাসীকে বার্তা ইউনুসের
মুহম্মদ ইউনুস।
ছবি পিআইডি বাংলাদেশ
ঢাকা: আপাতত অন্তর্বর্তী সরকারে চলছে বাংলাদেশ। তবে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, স্থায়ী সরকার কবে পাবে সে দেশের মানুষ। রবিবার জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনুস। আর সেখানেই তিনি স্পষ্ট করেন এ বিষয়ে। এদিন ইউনুস বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা যেদিন চাইবেন, বিদায় নেবে বর্তমান অন্তবর্তী সরকার।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
রবিবার রাতে দেশের মানুষের উদ্দেশে ভাষণ দেন মহম্মদ ইউনুস। সেখানে তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকার কবে বিদায় নেবে, তা দেশের মানুষই ঠিক করবেন। একইসঙ্গে তিনি জানান, কবে দেশে আবারও নির্বাচন হবে তা একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত। ফলে সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলিকেই নিতে হবে।
৮ অগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহম্মদ ইউনুস। এই প্রথম দেশের মানুষের উদ্দেশে বার্তা দেন তিনি। সেখানে দেশবাসীকে জানান, কোন কোন কাজ প্রাথমিকভাবে এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে মানুষ প্রত্যাশা করছেন তা জানাতে। সেইমতো কাজ করে যাবেন।
এদিন ঐক্যের কথাও বলেন ইউনুস। তাঁর কথায়, “আমি জাতীয় ঐক্যে বিশ্বাস করি। এ জন্য সরকার কাজ করবে। কৃষির উন্নয়নে কাজ করবে সরকার। কৃষক যেন তাদের উৎপাদিত পণ্যের দ্যাম দাম পান তা নিশ্চিতে কাজ করবে। সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশন সংস্কার করা হবে। কমিশন যে কোনও সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখাও এই সরকারের লক্ষ্য।”
Post A Comment:
0 comments so far,add yours