বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। এর আগে জানা গিয়েছিল, খুনে অভিযুক্ত সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে সরিয়ে দিতে হবে। এ বার সাকিবকে নিয়ে জানা গিয়েছে নতুন আপডেট।
খুনের মামলা, সামনে আইনি খাঁড়া! আর কতদিন খেলতে পারবেন সাকিব আল হাসান? বিসিবি সভাপতি জানালেন...
খুনের মামলা, সামনে আইনি খাঁড়া! আর কতদিন খেলতে পারবেন সাকিব আল হাসান? বিসিবি সভাপতি জানালেন...
বাংলাদেশ ক্রিকেট টিমের (Bangladesh Cricket Team) সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান (Shakib Al Hasan)। বিশ্বের অন্যতম তারকা অলরাউন্ডার গত কয়েকদিন ধরে ঘুরে ফিরেই শিরোনামে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরই সাকিবকে নিয়ে সে দেশে ক্ষোভ তৈরি হয়। এরই মাঝে সাকিবের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। এফআইআরের তালিকায় তাঁর নাম ওঠে। বলা হচ্ছিল, যে কোনও সময় তাঁকে নির্বাসিত করতে পারে বিসিবি। এ বার অবশ্য অন্য খবর জানা গিয়েছে। কতদিন খেলা চালিয়ে যেতে পারবেন সাকিব? বিসিবি সভাপতি কী জানিয়েছেন?
বাংলাদেশের প্রথমসারির সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-কে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিব আল হাসান এখন খেলা চালিয়ে যাবেন। তাঁকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে একটি আইনি নোটিশ এসেছিল তা ঠিক। কিন্তু যতক্ষণ না সাকিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, ততদিন তিনি খেলা চালিয়ে যাবেন।
বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। এর আগে জানা গিয়েছিল, খুনে অভিযুক্ত সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে সরিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্টের নোটিশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরও বলা হয়েছিল, তদন্তের স্বার্থে সাকিবকে যত দ্রুত সম্ভব দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে। বিসিবির নতুন সভাপতি বলেছেন, ‘সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনও এফআইআর পর্যায়ে আছে। তারপরও অনেকগুলো ধাপ রয়েছে। ফলে যতক্ষণ না তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, আমরা তাঁকে খেলাব। পাকিস্তান সফরের পর বাংলাদেশ টিম ভারতে যাবে। আমরা সেখানেও সাকিবকে চাই। তিনি আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার। যার ফলে প্রয়োজনে তাঁকে আমরা আইনগত সহায়তাও দেব।’
Post A Comment:
0 comments so far,add yours