তরুণী ডাক্তারের ধর্ষণ ও খুনের প্রতিবাদে নামখানায় মহিলাদের মৌন মিছিল
আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ ও খুনের প্রতিবাদে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের চন্দনপিড়িতে মহিলারা রাতে পথ অবরোধ ও মৌন মিছিল করে প্রতিবাদ জানালো। এই মিছিল চন্দিন পিড়ির প্রায় শতাধিক মহিলা যোগদান করেন।
তারা চন্দন পিরির মোড়ে পথ অবরোধ করেন। এবং মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করেন। সে ছবি আপনারা দেখছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে।
ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours