১০ তারিখ 33860 বনগাঁ- শিয়ালদহ লোকাল শিয়ালদহের পরিবর্তে বারাসত পর্যন্ত আসবে। 33863 শিয়ালদহ - বনগাঁ লোকালও শিয়ালদহের বদলে বারাসতে এসে থামবে। ১১ তারিখেও রয়েছে বেশ কিছু বড় বদল।
বারাসত থেকে বনগাঁ, চলতি সপ্তাহেই বদলে যাচ্ছে একগুচ্ছ ট্রেনের যাত্রা পথ
প্রতীকী ছবি
কিছুদিনের রেহাই। ফের ফিরতে চলেছে দুর্ভোগের ছবিটা। ফের ট্রেন ট্রেন বাতিল শিয়ালদহে। আগামী শনি ও রবিবার বাতিল ঘুরপথে চলবে একগুচ্ছ ট্রেন। কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষেপিত করা হয়েছে। প্রসঙ্গত, কখনও রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, কখনও সিগন্যালের রক্ষণাবেক্ষণ, নানা কারণে বিগত কয়েক মাসে দফায় দফায় বাতিল হয়েছে গুচ্ছ গুচ্ছ ট্রেন। কখনও হাওড়া তো কখনও শিয়ালদহে। এবারও সেই ছবি ফিরছে শিয়ালদহে। পূর্ব রেলের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে দমদমে চলছে কাজ। সে কারণেই আগামী ১০ ও ১১ তারিখ বেশ কিছু ঘণ্টার জন্য করা হবে ট্র্যাফিক ব্লক। সে কারণেই ট্রেনের যাত্রা পথ বদলাচ্ছে। রেলের দাবি, আগামীতে যাতে রেলকে আরও উন্নত করা যায়, যাত্রীরা যাতে আরও আরামে সফর করতে পারেন সে কারণেই এই সিদ্ধান্ত।
১০ তারিখ 33860 বনগাঁ- শিয়ালদহ লোকাল শিয়ালদহের পরিবর্তে বারাসত পর্যন্ত আসবে। 33863 শিয়ালদহ – বনগাঁ লোকালও শিয়ালদহের বদলে বারাসতে এসে থামবে। ১১ তারিখেও রয়েছে বেশ কিছু বড় বদল। 31051 বজবজ – নৈহাটি লোকাল নৈহাটির পরিবর্তে শিয়ালদহে আসবে। 31052 নৈহাটি – বজবজ বজবজের পরিবর্তে শিয়ালদহে আসবে। 33812 বনগাঁ – শিয়ালদহ লোকাল শিয়ালদহের পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে। 33813 শিয়ালদহ – বনগাঁ লোকাল শিয়ালদহের পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে।
Post A Comment:
0 comments so far,add yours