রায়দিঘি ব্লকের মদের দোকানে অভিযান এস ইউ সি আই এর, ভাঙার উদ্যোগ উত্তেজনা। 

গোপাল শীল দক্ষিণ ২৪ পরগনা। 

দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি ব্লক এলাকার সরকারি মদের দোকান বন্ধের দাবিতে বিশাল বিক্ষোভ, এস ইউ সি আই দলের নেতৃত্বে মদ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে। কয়েক শতাধিক মহিলারা রাধাকান্তপুর অঞ্চলের পশ্চিম কুলতলী গ্রামে সরকারি মদের দোকানের সামনে বিক্ষোভ শুরু করেন, এমনকি ইট দোকানের সাটারে এবং দেয়ালে ছুড়তে থাকেন, দোকান ভাগার চেষ্টা চালায়। এই নিয়ে ব্যাপক উত্তেজনা। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মদের দোকানে লাইসেন্স দিয়েছেন, মদ খেয়েই আরজিকরের মত কান্ড ঘটছে তাই মদ দোকান বন্ধ করতে হবে, এই স্লোগান নিয়ে ইতিমধ্যে বিক্ষোভ চলছে। দোকানের যারা রয়েছেন দোকান বন্ধ করে ভিতরে আটকা পড়েছেন বলে জানা গিয়েছে।





স্টাফ রিপোর্টার মুন্না সরদারের 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours