দেশের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে সেমিতে উঠে আগেই নজির গড়েছিলেন। এ বার তাঁর সামনে সোনার পদকের ম্যাচ। কিন্তু বুধ-সকালে প্যারিস থেকে উড়ে এসেছে খারাপ খবর। জানা যাচ্ছে প্যারিস অলিম্পিকে মহিলাদের ৫০ কেজি ফ্রি-স্টাইল কুস্তির ফাইনালে নাও নামতে পারেন বিনেশ ফোগাট।


মাত্র ১০০ গ্রাম ওজন বেশি, অলিম্পিক থেকে ছেঁটে ফেলা হল বিনেশ ফোগাটকে

 মাত্র ১০০ গ্রাম ওজন বেশি, অলিম্পিক থেকে ছেঁটে ফেলা হল বিনেশ ফোগাটকে


দু’চোখ ভরে দেখছেন তিনি সোনার পদকের স্বপ্ন। দেশবাসীও সেই অপেক্ষায় প্রহর গুনছেন। বিনেশ ফোগাটের (Vinesh Phogat) হাত ধরে প্যারিস গেমস থেকে ভারতে প্রথম সোনা কি আসছে? প্যারিস অলিম্পিকে মঙ্গলবার রুপো নিশ্চিত করে ফেলেছিলেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। দেশের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে সেমিতে উঠে আগেই নজির গড়েছিলেন। এ বার তাঁর সামনে সোনার পদকের ম্যাচ। কিন্তু বুধ-সকালে প্যারিস থেকে উড়ে এসেছে খারাপ খবর। জানা যাচ্ছে প্যারিস অলিম্পিকে মহিলাদের ৫০ কেজি ফ্রি-স্টাইল কুস্তির ফাইনালে নাও নামতে পারেন বিনেশ ফোগাট। অলিম্পিক থেকে তাঁকে ছেঁটে ফেলা হল। কিন্তু কেন?

সারারাত স্কিপিং-জগিং করেও হল না লাভ, প্যারিস অলিম্পিকের ফাইনালে নামা হচ্ছে না বিনেশ ফোগাটের!

হরিয়ানার মেয়ে বিনেশ ফোগাটের নজর প্যারিস গেমসে সোনার পদকে। কিন্তু তাঁর ফাইনাল ম্যাচে নাও নামা হতে পারে। কারণ, তাঁর ওজন বেড়ে গিয়েছে। যে কারণে তিনি ফাইনালে ডিসকোয়ালিফাই হয়েছেন। নিয়ম অনুযায়ী, অ্যাথলিটদের ইভেন্টের দুই দিনই একই ওজন থাকতে হয়। সূত্র মারফত জানা গিয়েছে, বিনেশ ফোগাটের ১০০ গ্রাম ওজন বেড়ে গিয়েছে। যে কারণে তাঁকে অলিম্পিক থেকে ছেঁটে ফেলা হল।

অলিম্পিক ফাইনালে খেলার যোগ্যতা হারালেন বিনেশ ফোগাট। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, বিনেশ ফোগাট মঙ্গলবার সারারাত ঘুমোননি। তিনি মঙ্গলবার রাতে জগিং, স্কিপিং এবং সাইক্লিং করেছেন ক্রমাগত। কিন্তু তিনি ১০০ গ্রাম ওজন কমাতে পারেননি। নিয়ম অনুযায়ী, অলিম্পিকে কুস্তিগিরদের প্রতি ইভেন্টের আগে ওজন মাপা হয়। তাতে অল্প হলেও হেরফের হলেই ইভেন্টে নামতে পারেন না সেই অ্যাথলিট। ভারতের পক্ষ থেকে বিনেশের ওজন পুনরায় মাপার জন্য অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার রাতে ইভেন্টের পর বিনেশের ২ কেজি ওজন বেড়েছিল বলে জানাও গিয়েছে।

নিয়ম অনুযায়ী, ইভেন্টের দুই দিন অ্যাথলিটের ওজন ঠিক না থাকলে তিনি পদক পাওয়ার যোগ্য বলে গন্য হন না। তাই বিনেশ ফোগাট প্যারিস গেমসে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনাল থেকে ছিটকে গেলেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours