তিলোত্তমার হয়ে বিচার চেয়ে সরব কলকাতার তিন প্রধানের সমর্থকরা। সল্টলেক স্টেডিয়ামে পাশাপাশি হাঁটছেন ইস্ট-মোহন সমর্থকরা। বিকেল গড়াতেই তাতে যোগ দিয়েছেন মহামেডান সমর্থকরা।
ডার্বি বাতিল, যুবভারতীর প্রতিবাদে ইস্ট-মোহনের সঙ্গে সামিল মহামেডান সমর্থকরাও
ডার্বি বাতিল, যুবভারতীর প্রতিবাদে ইস্ট-মোহনের সঙ্গে সামিল মহামেডান সমর্থকরাও
রবিবাসরীয় ডার্বি বাতিল হয়েছে। তারপরও যুবভারতীতে ইস্টবেঙ্গল, মোহনবাগানের সমর্থকদের ভিড়। যুবভারতীর ৫ নং গেটের সামনে ফুটবল প্রেমীদের জমায়েত। পুলিশের সঙ্গে প্রতিবাদী ফুটবল প্রেমীদের বচসা। ‘বাঙাল-ঘটি এক স্বর, জাস্টিস ফর আরজি কর’, এই স্লোগানে মুখরিত যুবভারতী সংলগ্ন এলাকা। তিলোত্তমার হয়ে বিচার চেয়ে সরব কলকাতার তিন প্রধানের সমর্থকরা। সল্টলেক স্টেডিয়ামে পাশাপাশি হাঁটছেন ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান (Mohun Bagan) সমর্থকরা। বিকেল গড়াতেই তাতে যোগ দিয়েছেন মহামেডান সমর্থকরা।
যুবভারতীতে পাশাপাশি উড়ছে সবুজ-মেরুন এবং লাল-হলুদ পতাকা। দুই প্রধানের সমর্থকরা স্লোগান তুলছেন, ‘উই ওয়ান্ট জাস্টিস।’ একইসঙ্গে মহামেডানের সমর্থকদের স্লোগান, ‘প্রতিবাদের একই স্বর, জাস্টিস ফর আরজি কর।’
এর আগে এক ইস্টবেঙ্গল সমর্থককে ফোন করে ফতোয়া জারি করেছিল বিধাননগর পুলিশ। টিভি নাইন বাংলা সেই অডিয়োর সত্যতা যাচাই করেনি। যে অডিয়োতে শুনতে পাওয়া যায়, ‘খেলা তো বাতিল করা হয়েছে। আপনারা আসবেন না সেখানে। আপনাদের জানিয়ে দিচ্ছি, আসবেন না। এখানে খেলা সংক্রান্ত ব্যাপার ছিল। তা হচ্ছে না, তাই আসবেন না।’
Post A Comment:
0 comments so far,add yours