সমুদ্রে মাছ ধরতে যাওয়ার পথে ডুবে গেল একটি ট্রলার। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার এল প্লট এলাকায় বাঘের চর দ্বীপের কাছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে পাথরপ্রতিমার জেটিঘাট থেকে এফ.বি. দশভূজা নামে একটি ট্রলার সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য রওনা দিয়েছিল। ওই ট্রলারটিতে মোট ১৪ জন মৎস্যজীবী ছিলেন। যাওয়ার পথে উত্তাল ঢেউয়ের মুখে পড়ে ট্রলারটি এবং তখনই ডুবে যায়। সঙ্গে সঙ্গে ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীরা মাঝসমুদ্রে চিৎকার শুরু করে দেন।
ডুবে যাওয়া ট্রলার থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা এফ.বি. মা লক্ষ্মী নামক একটি ট্রলারের মৎস্যজীবীরা চিৎকারের আওয়াজ শুনতে পান এবং ঘটনাটি দেখতে পান। তৎক্ষণাৎ তাঁরা ডুবে যাওয়া ট্রলারের কাছে এসে ১৪ জন মৎস্যজীবীকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া মৎস্যজীবীদের উপকূলে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours