নাহিদ ইসলাম দাবি করেছেন, আনসার বাহিনী বড় ষড়যন্ত্রের অংশ। হিংসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেন তিনি। 


উড়ে আসছে শুধু ইট-পাটকেল! আনসার বাহিনী-ছাত্রদের মধ্যে তুমুল সংঘর্ষে উত্তপ্ত ঢাকা, আহত ৫০
ঢাকা সচিবালয় চত্বরে সংঘর্ষ।

ফের উত্তাল বাংলাদেশ। এবার ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হল ঢাকা। চাকরির জাতীয়করণের দাবিতে বিগত দুইদিন ধরেই বিক্ষোভ আন্দোলন করছিল আনসার সদস্যরা। রবিবার রাতে ঢাকার সচিবালয়ের কাছে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কমপক্ষে ৪০ থেকে ৫০ জন আহত হয়েছেন বলেই জানা গিয়েছে।

বাংলাদেশের প্যারামিলিটারির সহায়ক বাহিনী, আনসারের সদস্যরা চাকরির জাতীয়করণ ও স্থায়ী নিয়োগের দাবিতে রবিবার দুপুর থেকেই সচিবালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করছিল। ছাত্র নেতা তথা অন্তর্বর্তী সরকারের অন্যতম পরামর্শদাতা নাহিদ ইসলাম সহ বেশ কয়েকজন পড়ুয়াকে আটকে রাখা হয়েছে, এই খবর পেয়েই রাত ৯টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়ো হয়। তারা আনসার সদস্যদের সরানোর চেষ্টা করলেই হাতাহাতি বেঁধে যায়। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইট ছোড়ে। তুমুল মারপিট, ধস্তাধস্তি হয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় পুলিশ ও সেনাবাহিনী। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours