বাংলাদেশ জল সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশ করলে দ্রুত খবর দিতে হবে প্রশাসনকে, এমনটাই মাইকিং প্রচার করা হচ্ছে মৎস্যজীবী সংগঠনের তরফ থেকে
বাংলাদেশে জুড়ে এখন অস্থিরতা। এই পরিস্থিতিতে ভারতীয় সীমানায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কিন্তু ভারত ও বাংলাদেশের স্থলভাগ সীমানায় কাঁটাতার থাকলেও, জল সীমানায় তা নেই। তাই জল সীমানায় বাড়ানো হয়েছে কড়া নিরাপত্তা।
আন্তর্জাতিক জলপথেও টহল দিচ্ছে উপকূল রক্ষী বাহিনী এবং পুলিশ প্রশাসন। এদিকে এখন চলছে সমুদ্রে মাছ ধরার মরশুম। দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রচুর ট্রলার এখন মাছ ধরার জন্য সমুদ্রে রয়েছে। এবারে সেই ট্রলারের মৎস্যজীবীদের মাইকিং করে সতর্ক করল মৎস্য সংগঠন ও প্রশাসন। প্রত্যেকটি ট্রলারের মৎস্যজীবীদের দেশের সীমানায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোনভাবে ভারতীয় সীমান্তে অচেনা কোন ট্রলার কিংবা কোন মানুষকে দেখলেই উপকূল রক্ষী বাহিনীকে কিংবা মৎস্যজীবী সংগঠনকে জানানোর কথা বলা হচ্ছে।
Post A Comment:
0 comments so far,add yours