শুক্রবার জিবি মিটিং ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ, জিবি মিটিং চলাকালীন বহিরাগতরা এসে হুমকি দেন। আন্দোলনকারীদের হস্টেল থেকে বের করে দেওয়ার হুমকির পাশাপাশি পরীক্ষায় বসতে না দেওয়া এবং রেজিস্ট্রেশন দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়। যদিও আন্দোলনকারীরা রুখে দাঁড়ানোয় পিছু হঠে বহিরাগতরা।
সারা বাংলার চিকিৎসক জেগেছে', হুমকির মুখেও অনড় জুনিয়র ডাক্তাররা
বর্ধমান মেডিক্যালের চিকিৎসকরা।
এর আগে মেদিনীপুর মেডিক্যালে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার একই অভিযোগ উঠল বর্ধমান মেডিক্যাল কলেজে। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, হুমকির মুখে পড়তে হচ্ছে তাঁদের। তবে তাঁরা জানিয়েছেন, হুমকি পেলেও অনড় থাকবেন তাঁরা।
আরও খবর পড়তে ডাউনলোড করুন
বর্ধমান মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল মৌসুমি বন্দ্যোপাধ্য়ায় বলেন, “আমিও অভিযোগ পেলাম। আমাকে তো অভিযোগ পেলেই হবে না, খতিয়ে দেখতে হবে। আমরা তদন্ত করব। কারও দোষ থাকলে আমরা নিশ্চয়ই সেটা দেখব। তবে কেউ যাতে আতঙ্কে না থাকে সেটা দেখা আমার কাজ। তবে কোনও নির্দিষ্ট অভিযোগ নয়। ভয়ের কোনও বাতাবরণ যাতে না থাকে ওরা চাইছে, অবশ্যই আমরা সেটা দেখব।”
শুক্রবার জিবি মিটিং ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ, জিবি মিটিং চলাকালীন বহিরাগতরা এসে হুমকি দেন। আন্দোলনকারীদের হস্টেল থেকে বের করে দেওয়ার হুমকির পাশাপাশি পরীক্ষায় বসতে না দেওয়া এবং রেজিস্ট্রেশন দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়। যদিও আন্দোলনকারীরা রুখে দাঁড়ানোয় পিছু হঠে বহিরাগতরা।
এ নিয়ে কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছেন আন্দোলনকারীরা। একইসঙ্গে তাঁরা বলেন, হুমকি দিয়ে আন্দোলন থেকে সরানো অত সহজ হবে না। শনিবার দুপুরে ফের মেডিক্যাল কলেজ চত্বরে একত্রিত হন আন্দোলনকারীরা।
ডেপুটি সিএমওএইচ সুবর্ণ গোস্বামী বলেন, “আন্দোলন বন্ধ করার চেষ্টা করছে। সেটা হবে না। বাংলার মানুষ জেগেছে, সারা বাংলার চিকিৎসকরা জেগেছেন। অভুতপূর্ব ঐক্যে আবদ্ধ হয়েছেন। অতীতে এ ছবি দেখা যায়নি। সিনিয়র, জুনিয়র ভাগাভাগি করে কেউ এই ঐক্য ভাঙতে পারবে না।”
Post A Comment:
0 comments so far,add yours