প্যারিস অলিম্পিকের ৫০ কেজি ফ্রি-স্টাইল কুস্তিতে অলিম্পিকে পদক নিশ্চিত করেছিলেন বিনেশ ফোগট। তবে বিনেশের লক্ষ্য় ছিল সোনা। মা-কে ফোনে সেই কথাই বলেছিলেন বিনেশ। কিন্তু আজ ফাইনাল ম্যাচের আগেই স্বপ্নভঙ্গ।
'যদি শব্দে বোঝাতে পারতাম কী অনুভব করছি...' বিনেশের স্বপ্নভঙ্গে আশাহত প্রধানমন্ত্রীও
বিনেশ ফোগটকে সান্তনা প্রধানমন্ত্রী মোদীর।
স্বপ্ন ছিল সোনার পদক আনার। কিন্তু তীরে এসে তরী ডুবল। অলিম্পিক থেকে ছিটকে গেলেন বিনেশ ফোগাট। মাত্র ১০০ গ্রাম ওজন বেড়ে যাওয়ার জন্য প্যারিস অলিম্পিকের ৫০ কেজি ফ্রি-স্টাইল কুস্তির ফাইনাল থেকে ছিটকে গেলেন বিনেশ ফোগাট। অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে এই ঘোষণা করার পরই দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। দুঃখ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে তাঁর মনোবল বাড়িয়ে, পাশে থাকার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
এ দিন প্যারিস অলিম্পিকের ফাইনাল রাউন্ড থেকে ছিটকে যাওয়ার খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে বলেন, “বিনেশ, তুমি চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন! তুমি দেশের গর্ব এবং প্রতিটি ভারতীয়ের কাছে অনুপ্রেরণা। আজকের ধাক্কাটা বেদনাদায়ক। আমি কী অনুভব করছি, তা যদি শব্দে বোঝাতে পারতাম..”
প্রধানমন্ত্রী আরও লেখেন, “একই সময়ে আমি জানি, তুমি সহনশীলতার প্রতীক। মুখোমুখি চ্যালেঞ্জ গ্রহণ করাই তোমার স্বভাব। আরও শক্তি নিয়ে ফিরে আসো তুমি! আমরা সবাই তোমার জন্য প্রার্থনা করছি।”
মঙ্গলবারই সুখবর মিলেছিল। প্যারিস অলিম্পিকের ৫০ কেজি ফ্রি-স্টাইল কুস্তিতে অলিম্পিকে পদক নিশ্চিত করেছিলেন বিনেশ ফোগট। তবে বিনেশের লক্ষ্য় ছিল সোনা। মা-কে ফোনে সেই কথাই বলেছিলেন বিনেশ। কিন্তু আজ ফাইনাল ম্যাচের আগেই স্বপ্নভঙ্গ। জানা গেল, মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার কারণে অলিম্পিক থেকে ছিটকে গেলেন বিনেশ ফোগট।
নিয়ম অনুযায়ী, অ্যাথলিটদের ইভেন্টের দুই দিনই একই ওজন থাকতে হয়। গতকাল ম্যাচের আগেও ওজন নির্দিষ্ট সীমায় থাকলেও, আজ ওজন পরীক্ষা করা হলে, দেখা যায় ৫০ কেজির থেকে ১০০ গ্রাম বেশি ওজন বিনেশের। এরপরই অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে ভারতীয় কুস্তিগীরকে ডিসকোয়ালিফাই করার ঘোষণা করা হয়।
Post A Comment:
0 comments so far,add yours