দুর্বার মহিলা সমিতি'র পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশ মহিলাদের নিরাপত্তা দিতে অক্ষম। তাঁদের প্রশ্ন, সিবিআই যদি এখনও পর্যন্ত কাউকে ধরতে না পারে, তাহলে পুলিশ কী করে পারবে।


আমাদের মেয়েদের সঙ্গে এমনটা হবে না, কে বলতে পারে!' 'তিলোত্তমা'র জন্য এবার পথে যৌনকর্মীরা
পথে যৌনকর্মীরা

আরজি করের ঘটনায় শাস্তির দাবি জানিয়ে পথে নেমেছে গোটা রাজ্য। প্রতিবাদে সমর্থন জানাচ্ছে গোটা দেশ। এমনকী প্রবাসী ভারতীয়রা পর্যন্ত প্রতিবাদে গলা মিলিয়েছেন। বলিউডের তারকা থেকে রাজনীতিক, দলমত নির্বিশেষে বহু মানুষ ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন প্রতিনিয়ত। এবার সেই ‘তিলোত্তমা’র মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে পথে নামলেন যৌনকর্মীরা। আসানসোলের কুলটিতে প্রতিবাদে পা মেলালেন তাঁরা।


কুলটির যৌনকর্মীরা শুক্রবার সন্ধ্যায় হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামেন। নিহত নির্যাতিতার জন্য বিচার চেয়ে স্লোগানও দেন তাঁরা। রাতে কুলটির দিশা লচিপুর চবকা যৌনপল্লীর যৌনকর্মীদের মুখে শোনা যায়, ‘উই ওয়ান্ট জাস্টিস’।

‘দুর্বার মহিলা সমিতি’র পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশ মহিলাদের নিরাপত্তা দিতে অক্ষম। তাঁদের প্রশ্ন, সিবিআই যদি এখনও পর্যন্ত কাউকে ধরতে না পারে, তাহলে পুলিশ কী করে পারবে। ‘দুর্বার মহিলা সমিতি’র এক সদস্য বলেন, আমরা যৌনপল্লীর মেয়েদের নিরাপত্তার জন্য এই মিছিল করছি, যাতে মেয়েরা নিরাপদে থাকে। আজ একজন ডাক্তারের সঙ্গে যা ঘটেছে, যেভাবে অত্যাচার করা হয়েছে, তা যে আমাদের মেয়েদের সঙ্গে ঘটবে না, তা কে বলতে পারে! অবিলম্বে দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন তাঁরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours