রবিবার এএনএম-জিএনএম পরীক্ষা হয় রাজ্যজুড়ে। মালদহ জেলাজুড়েও এই পরীক্ষা চলছিল এদিন। অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স। যা মূলত ২ বছরের। অন্যদিকে রয়েছে তিন বছরের জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স বা জিএনএম।


টুকলি করে চাকরি চাই? পরীক্ষাহলে মোবাইল ফোন নিয়ে ৪১ জন
পরীক্ষাহলের সামনে অশান্তি।


মালদহ: নার্সিং নিয়ে পড়াশোনার জন্য ‘অক্সিলিয়ারি নার্সিং মিডওয়াইফারি’ বা এএনএম কোর্স রয়েছে। এই কোর্সে পড়ার জন্য প্রবেশিকা পরীক্ষা হয়। সেই পরীক্ষায় টুকলি করার চেষ্টার অভিযোগ উঠল মালদহে। পরীক্ষা কেন্দ্র থেকে ৪১টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। মালদহের অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশনে রবিবার এই ঘটনা ঘটেছে।

রবিবার এএনএম-জিএনএম পরীক্ষা হয় রাজ্যজুড়ে। মালদহ জেলাজুড়েও এই পরীক্ষা চলছিল এদিন। অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স। যা মূলত ২ বছরের। অন্যদিকে রয়েছে তিন বছরের জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স বা জিএনএম।

সেই পরীক্ষা দিচ্ছেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী। অভিযোগ, মালদহের উল্লিখিত পরীক্ষাকেন্দ্রে ৪১ জন মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রের ভিতরে ঢোকার চেষ্টা করেন। এরপরই সেই ফোনগুলি বাজেয়াপ্ত করা হয়। পুলিশের হাতে সেই মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয়। পরীক্ষা শেষে ফোনগুলি ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও পরীক্ষার্থীদের দাবি, ওই ফোনগুলি তাঁরা স্কুল কর্তৃপক্ষকে রাখতে দিয়েছিল। এই নিয়ে পরীক্ষা শেষে সাময়িক উত্তেজনারও সৃষ্টি হয়। যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক অজয়কৃষ্ণ রায় বলেন, “বেলা ১২টা থেকে দেড়টা অবধি পরীক্ষা ছিল। ৪১টি মোবাইল উদ্ধার হয়েছে।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours