১২০ মাইক্রোনের নিচে প্লাস্টিক পণ্য ব্যবহার রুখতে সাগর ব্লকের বিভিন্ন বাজারের দোকান গুলিতে অভিযানে নামলো ব্লক প্রশাসন,পুলিশ প্রশাসন

১৫ ই আগস্ট থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকে একশো কুড়ি মাইক্রননের নিচে প্লাস্টিক পণ্যের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে,তাই ১৫ ই আগস্টের পরের দিন থেকেই প্রতিনিয়ত দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের অধীন বিভিন্ন বাজারের দোকান গুলিতে অভিযানে নামলো সাগর ব্লক প্রশাসন,সাগর পুলিশ প্রশাসন এবং GBDA-টিমের যৌথ একটি দল,এদিন সাগরের বিভিন্ন  বাজারে দোকান গুলোতে অভিযানের সময় উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রায় সহ পুলিশ প্রশাস এবং GBDA-এর আধিকারিকরা,

এদিন প্রশাসনের পক্ষ থেকে সাগর ব্লকের বিভিন্ন বাজার গুলিতে বারবার মাইকিং করে দোকানদারদের জানানো হয় যারা ১২০ মাইক্রোনের নিচে প্লাস্টিক পণ্য ব্যবহার না করার জন্য জানানো হয়,প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করার পরেও যদি কোন দোকানদার ১২০ মাইক্রোনের নিচে প্লাস্টিক পণ্য ব্যবহার করে তাহলে ওই দোকানদারকে প্রশাসনের পক্ষ থেকে ৫০০ টাকা জরিমানা করা হবে,

ষ্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours