১২ হাজার লিটার নকল ডিজেল ভর্তি ট্যাঙ্কার বাজেয়াপ্ত, গ্রেপ্তার একজন
 

কেরোসিন তেলের মতো দেখতে নকল ডিজেল ভর্তি একটি ট্যাঙ্কার বাজেয়াপ্ত করল হারউড পয়েন্ট কোষ্টাল থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে, কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকায়। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ লট নম্বর এইট এলাকায় অভিযান চালায়। সেই সময় ওই এলাকায় একটি তেলের ট্যাঙ্কার দাঁড়িয়েছিল। পুলিস ট্যাঙ্কারের চালককে কাগজপত্র দেখতে চাইলে, তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। 


বৈধ কোনও কাগজপত্র ট্যাঙ্কারের চালক দেখাতে পারেনি। এরপরই চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে, পুলিশ জানতে পারে ট্যাঙ্কারে নকল ডিজেল ভর্তি রয়েছে। তৎক্ষণাৎ পুলিশ ট্যাঙ্কারটিকে বাজেয়াপ্ত করে এবং চালককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃত চালক ভীষ্ম প্রসাদকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে, বিচারক ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। 



স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপ মহকুমা এলাকায় প্রচুর ট্রলার ব্যবসায়ী রয়েছেন। মাছ ধরার মরশুমে এই ট্রলার গুলিকে সমুদ্রে যাওয়ার জন্য ডিজেল কিনতে হয়। কিছু অসাধু ব্যবসায়ী কম দামে এই ট্রলার ব্যবসায়ীদের নকল ডিজেল বিক্রি করেন। মাছ ধরার মরশুমে রমরমিয়ে এই এলাকায় নকল ডিজেল বিক্রির ব্যবসা চলতো। পুলিস এই খবর জানতে পেরে অভিযান চালিয়ে একটি নকল ডিজেলের ট্যাঙ্কার বাজেয়াপ্ত করে। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে ট্যাঙ্কারটি বিহার থেকে তেল নিয়ে এসেছিল।
                  
ব্যুরো রিপোর্ট কাকদ্বীপ ডট কম
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours