১০ টন ইলিশ নিয়ে নামখানা মৎস্য বন্দরে এলো মৎস্যজীবী ট্রলার গুলি

মরশুমে এই প্রথমবার ভালো পরিমান ইলিশ মাছ নিয়ে এলো মৎস্যজীবী ট্রলারগুলি।

নামখানা মৎস্য বন্দর থেকে এমনই ছবি সরাসরি দেখছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে। 

একদিনেই প্রায় ১০ টন ইলিশ মাছ নিয়ে এলো মৎস্যজীবী ট্রলার। চলতি মরশুমের প্রথম থেকে লোকসানের মুখ দেখছিল মৎস্যজীবীরা। তবে এই মুহূর্তে অনুকূল আবহাওয়া থাকার কারণে ভালো পরিমান ইলিশ মাছ জালে পড়তে শুরু করেছে। 


মৎস্যজীবী সংগঠন গুলির দাবি এই মুহূর্তে যা খবর আসছে আগামী কয়েকদিনে প্রচুর পরিমাণে ইলিশ পড়বে মৎস্যজীবীদের জালে। দুই থেকে তিন দিনের মধ্যে বাকি ট্রলার গুলিও ফিরে আসবে ঘাটগুলি তে। বাজারে ইলিশের যা চাহিদা রয়েছে তা অনেকটা পুরন হবে এবং দামও অনেক টাই কমবে। 


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours