নামখানায় বিভিন্ন নদীত নজরদারি চালাচ্ছে ভারতীয় উপকূল রক্ষীবাহিনী 

ফ্রেজারগঞ্জ উপকূল রক্ষী বাহিনীর অফিসে এসে পৌঁছালো বিশেষ হোভারক্রাফট। গত কাল থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে সুন্দরবনের বিভিন্ন জল সীমানায়। স্থলভাগ থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত পুলিস প্রশাসনের টহলদারি চলছে। আজ নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীত নজরদারি চালাচ্ছে ভারতীয় উপকূল রক্ষীবাহিনী। 

এছাড়াও সুন্দরবন পুলিস জেলার পক্ষ থেকেও লঞ্চ ও স্পিড বোর্ড নিয়ে টহল দেওয়া হচ্ছে জল পথে। পাশাপাশি মৎস্যজীবী ট্রলার গুলির কাগজ পত্র খতিয়ে দেখছে পুলিশ। এমনকি নৌকাতে কতো জন রয়েছে তাও খতিয়ে দেখছেন উপকূল রক্ষা বাহিনীর আধিকারিকরা।

স্টাফ রিপোর্টার মুন্না সর্দারের 





Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours