সেন্ট্রাল রেলওয়ের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই ধরনের কাজ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে যেখানে যাত্রী নিজের ও অন্যান্যদের জীবন বিপন্ন হতে পারে বা ঝুঁকির মুখে পড়ে।
বড় কড়া সিদ্ধান্ত রেলের, ট্রেনে এই কায়দা করলেই এবার হাজতবাস, তৈরি RPF
ফাইল চিত্র


বর্তমান প্রজন্ম সোশ্যাল মিডিয়ামুখী। লাইক-শেয়ার পাওয়ার জন্য তারা সব সীমা পার করতে পারে। প্রাণের ঝুঁকি নিতেও তারা পরোয়া করে না। তবে ট্রেনে এবার এমন স্টান্ট করতে গেলে, দিতে হবে চরম মাশুল। ট্রেনে বা স্টেশনে এবার স্টান্ট করতে গেলে, কড়া পদক্ষেপ করবে ভারতীয় রেল।

সম্প্রতিই সোশ্যাল মিডিয়ায় এমন বহু ভিডিয়ো সামনে এসেছে, যেখানে চলন্ত ট্রেনে বা স্টেশনে দাঁড়িয়ে বিভিন্ন স্টান্ট করতে দেখা গিয়েছে। এই ধরনের ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই কড়া সতর্কবার্তা দিয়েছে সেন্ট্রাল রেলওয়ে। এই ধরনের ভিডিয়ো বানাতে দেখলেই, তাদের বিরুদ্ধে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ-কে মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভাইরাল ভিডিয়োয় এক যুবককে মুম্বইয়ের সেউরি স্টেশনে লোকাল ট্রেনের দরজা ধরে প্ল্যাটফর্মে ঝুলতে ও দৌড়াতে দেখা গিয়েছে। এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই সেন্ট্রাল রেলওয়ের তরফে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়। রেলের কর্মকর্তারা জানিয়েছেন, ভিডিয়োয় যে যুবককে স্টান্ট করতে দেখা গিয়েছে, তাঁকে খোঁজা হচ্ছে।

সেন্ট্রাল রেলওয়ের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই ধরনের কাজ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে যেখানে যাত্রী নিজের ও অন্যান্যদের জীবন বিপন্ন হতে পারে বা ঝুঁকির মুখে পড়ে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours