রেকর্ড পরিমান ইলিশ ধরা পড়লো মৎস্যজীবীদের জালে, এবার কি কম দামে মিলবে ইলিশ?
মরশুমের শুরুতে তেমন ইলিশ না পড়লেও, বৃষ্টি হতেই ইলিশের দেখা মিললো মৎস্যজীবীদের জালে। সারাবছর বিভিন্ন মাছের স্বাদ নিলেও, বর্ষাকালে বাঙালির প্রিয় মাছ ইলিশ। বাংলার কিছু কিছু জায়গায় এই মরশুমে পালন হয়ে থাকে ইলিশ উৎসবও। কিন্তু এই বছর মরশুমের শুরুতেই মাছ ছাড়াই সমুদ্র থেকে ফিরছে ট্রলার।
মরশুমের শুরুতে তেমন বৃষ্টির দেখা মেলেনি তার সাথে আবহাওয়া খারাপ। প্রায় ৬ মাস সিজিন বন্ধ থাকার পর ট্রলার সমুদ্রে রওনা দিলেও আবহাওয়ার জন্য প্রশাসনের নির্দেশে উপকূলে ফিরে আসতে হয় সমস্ত ট্রলারগুলিকে।
ইতিমধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, ইলিশের উপযুক্ত বর্ষা। সেই সুবাদেই বেশ কয়েকদিন ধরে গঙ্গাসাগরের উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের জালে ভালো ইলিশ ধরা পড়ছে। তেমনই দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের অন্তর্গত গঙ্গাসাগরে রেকর্ড পরিমাণ ইলিশ ধরা পরলো মৎস্যজীবীদের জালে। সেই ছবি সরাসরি দেখছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে।
সদ্য ট্রলার থেকে ইলিশ মাছ নিয়ে এসে বঙ্গোপসাগরের উপকূলে বেচাকেনা দেখার জন্য এলাকার মানুষেরা ভিড় জমান।
স্টাফ রিপোর্টার সৌরভ মণ্ডল
Post A Comment:
0 comments so far,add yours