প্রায় সাত বছর পর বাড়ি ফিরলেন বিহারের বাসিন্দা সাজেন কুমার যাদব।
বেশ কয়েকদিন ধরে সাজেন কুমার যাদব নামে এক ব্যাক্তি ফ্রেজারগঞ্জের উত্তর দেবনিবাস নামে একটি জায়গায় ঘোরাঘুরি করতেন। কারো সাথে তেমন কোনো কথাও বলতেন না, তাতেই এলাকার বাসিন্দারা সন্দেহ করেন ছেলে ধরা। গত ১৩ তারিখ এলাকা বাসিন্দারা সাজেন কুমার যাদবকে ধরে মারধর করে।
ঘটনাস্থলে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ গিয়ে সাজেন কুমার যাদবকে নিয়ে আসে থানাতে। থানায় নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করে জানাযায় সাজেন কুমার যাদব মানসিক ভারসাম্যহীন। তার কথার তথ্য ধরে যোগাযোগ করা হয় তার পরিবারের সাথে, জানাযায় তিনি বিহারের বাসিন্দা। আজ ফেজারগঞ্জ কোস্টাল থানা এবং চন্দ্রনাথ বণিক ফাউন্ডেশন পক্ষ থেকে সাজন কুমার যাদবকে তার নিজের পরিবারে হাতে ফিরিয়ে দেওয়া হলো। তারসাথে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে আরও জানিয়ে দেওয়া হয়, "কোন গুজবে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না"।
ষ্টাফ রিপোর্টার মুন্না সর্দারের
Post A Comment:
0 comments so far,add yours