পরিবার ও হাসপাতাল সূত্রে খবর, অমিত মিত্রর শ্বাসনালী সংক্রমণের ধাঁচ রয়েছে। এবার জ্বর-সর্দি-কাশি থাকার জন্য কোনও ঝুঁকি নেননি তাঁর পরিবারের সদস্যরা। ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা একাধিক শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করেন।

করোনা আক্রান্ত অমিত মিত্র, ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি
অমিত মিত্র


কলকাতা: হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। সূত্রের খবর, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। বেশ কয়েকদিন ধরেই জ্বর-সর্দি-কাশি নিয়ে ভুগছিলেন তিনি। এরপর সোমবার ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে অমিতবাবুর শারীরিক অবস্থা উদ্বেগজনক নয় বলে খবর।

পরিবার ও হাসপাতাল সূত্রে খবর, অমিত মিত্রর শ্বাসনালী সংক্রমণের ধাঁচ রয়েছে। এবার জ্বর-সর্দি-কাশি থাকার জন্য কোনও ঝুঁকি নেননি তাঁর পরিবারের সদস্যরা। ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা একাধিক শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করেন। সেই সময় করোনা পরীক্ষা করা হলে কোভিড পজেটিভ ধরা পড়ে তাঁর।

হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন অর্থ মন্ত্রীকে আলাদা কেবিনে রাখা হয়েছে । স্যালাইনের মাধ্যমে অ্যান্টিবডি দেওয়া হতে পারে বলে খবর। প্রসঙ্গত, দীর্ঘ একদশক ধরে রাজ্যের অর্থ দফতরের দায়িত্ব সামলেছেন অমিত মিত্র। অর্থমন্ত্রী থাকাকালীন বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে বয়সজনিত কারণে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আর ভোট লড়েননি তিনি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours