প্রকৃতিক কারণ, অন্যদিকে মজুতদারদের অত্যাচারে আগেই সবজির বাজারদর আকাশ ছুঁয়েছে। পাঠার দর তো এমনিতেই মধ্যবিত্তের সাধ্যের বাইরে। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো করে মধ্যবিত্ত মুরগিতেই ভরসা রাখে। কিন্তু সেই মুরগির মাংসের দামও ২৪০ থেকে ২৫০ টাকা ছুঁয়েছে।
ধর্মঘট তো আপেক্ষিক, জানেন আসলে ঠিক কোন কারণে মুরগির মাংসের দাম বাড়ছে হু হু করে?
কেন বাড়ছে মুরগির মাংসের দাম?
বাঁকুড়া: সবজি আগুনছোঁয়া। দাম বেড়েছে পেঁয়াজ-আলুর! বাড়িতে মাংস রেঁধে অনেকে ম্যানেজ করার চেষ্টা করছেন। কিন্তু তাতেও গোল! চুপিসারে মধ্যবিত্তের নাগাল ছাড়াচ্ছে মুরগির মাংসের দাম। চাহিদার অভাবে ভরা শ্রাবণ মাসে যেখানে ফি বছর মুরগির মাংসর দাম নেমে আসে। আর এবার উলটপুরাণ। এবার কলকাতা থেকে জেলার বিভিন্ন প্রান্তের বাজারে মুরগির মাংসের দাম ২৫০ টাকা কিলো দরে। kpevsv
একদিকে প্রকৃতিক কারণ, অন্যদিকে মজুতদারদের অত্যাচারে আগেই সবজির বাজারদর আকাশ ছুঁয়েছে। পাঠার দর তো এমনিতেই মধ্যবিত্তের সাধ্যের বাইরে। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো করে মধ্যবিত্ত মুরগিতেই ভরসা রাখে। কিন্তু সেই মুরগির মাংসের দামও ২৪০ থেকে ২৫০ টাকা ছুঁয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে মুরগির মাংসের দাম ২৭০-২৮০ টাকা কিলো। অগত্যা সপ্তাহান্তে মুরগির মাংস খাওয়াও এখন অনেক মধ্যবিত্তের কাছে বিলাসিতারই সামিল।
মুরগির মাংসের যে দাম বেড়েছে তা স্বীকার করে নিয়েছেন ওয়েস্ট বেঙ্গল পোলট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মদন মাইতি। তাঁর বক্তব্য, আসলে এটা একেবারে কার্যকারণ সম্পর্কের মতো। পোলট্রি খাবারের দাম বেড়েছে। মুরগির খাবার হিসাবে দেওয়া ভট্টার দানারও দাম বেড়েছে। আগে ভুট্টার দানার দাম ছিল ২০ টাকা, এখন তা বেড়ে হয়েছে ২৫ থেকে ২৬ টাকা। অর্থাৎ মুরগি প্রতিপালনেই খরচ বেড়েছে। বেড়েছে মুরগির মাংসের দাম।
এদিকে, ভুট্টার দানা আবার আমদানি করতে হয়। সেটাও ব্যয়বহুল। মদন মাইতি জানান, রাজ্য সরকার ভুট্টার চাষ বাড়াচ্ছে। কিন্তু সেটা সময়সাপেক্ষ। তাঁর মতে কেবল বাংলাকে নয়, রাজ্যগুলোকে এক যোগে ভুট্টা চাষ বাড়াতে হবে। তা না হলে আমদানির ওপর ভরসা রাখতে হবে, তাহলে দাম বাড়বেই।
পাশাপাশি আরও একটি তত্ত্ব উঠে আসছে। অভিযোগ, মুরগিবোঝাই গাড়ি হাইওয়েতে আটকে তোলা চাইছে পুলিশ। না দিলে অত্যাচার হুমকির মুখে পড়তে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে মুরগি পরিবহনের ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে মুরগি সরবরাহের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে।
Post A Comment:
0 comments so far,add yours